• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: মে ২২, ২০২২, ০১:২৭ এএম

ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (২১ মে) সাভার গলফ কোর্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি, সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় সাভার গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মো. মহিউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগরিগুলো হলোরেগুলার, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, লেডিস, জুনিয়র ও সাব জুনিয়র। ৭টি ক্যাটাগোরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নিয়েছেন।

জেডআই/

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ