• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চূড়ান্ত স্কোয়াডে থাকার 'চ্যালেঞ্জ' সাদ উদ্দিনের

প্রকাশিত: মে ২০, ২০২২, ০২:৫৪ এএম

চূড়ান্ত স্কোয়াডে থাকার 'চ্যালেঞ্জ' সাদ উদ্দিনের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাইয়ে ২০১৯ সালে ভারতের বিপক্ষে সল্ট লেকে একটি গোল করেছিলেন বাংলাদেশের সাদ উদ্দিন। সে গোলে জয়ের সুবাস ছড়ালেও ম্যাচের শেষের দিকে গোল খেয়ে লাল সবুজ দল আর জিততে পারেনি। তবে সেই ম্যাচেই সাদের গায়ে লেগে যায় তারকার তকমা। তবে চলতি বছরের ২৪ ও ২৯ মার্চ যথাক্রমে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দলে জায়গা হয়নি তার।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম চার ম্যাচে পারফরম করে জায়গা করে নিয়েছেন এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে। তবে প্রাথমিক স্কোয়াডে থেকেই সন্তুষ্ট হতে চান না তিনি, লক্ষ্য চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেওয়া।

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে তৃতীয় দিনের মত বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১৯ মে) অনুশীলন শেষে সাদ উদ্দিন বলেন, 'এটা আমার জন্য চ্যালেঞ্জিং, গত মার্চের ক্যাম্পে আমি ছিলাম না। ক্লাব পারফরম্যান্স, পজিশন ভাল ছিলনা। দ্বিতীয় লেগে ভাল করেছি এজন্য কোচ আমাকে ডেকেছে। আমার জন্য বিশেষ ভাবে চ্যালেঞ্জ থাকবে যে কোচের কাছে নিজেকে প্রমাণ করা। চেষ্টা করতেছি উন্নতি করতে। চেষ্টা করছি চূড়ান্ত স্কোয়াডে থাকার। '

আগামী ২৭ মার্চ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ১ জুন জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ দল। সেখানে এশিয়ান কাপের বাছাইয়ে ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ