• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

স্কুল ক্রিকেটে সাব্বিরের ৬ উইকেট

প্রকাশিত: মে ২০, ২০২২, ০১:১০ এএম

স্কুল ক্রিকেটে সাব্বিরের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় রাউন্ডে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) কুমিল্লা ভেন্যুতে কক্সবাজার পৌর প্রিপারেটরী স্কুলের বিপক্ষে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাব্বির ১৪ রানে ৬ উইকেট নিয়েছে।

এদিন চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে রাজবাড়ি লোকনাথ হাই স্কুল ৩২ রানে পাবনা কালেক্টরেট স্কুলকে পরাজিত করেছে। ফরিদপুর ভেন্যুতে পাংশা সরকারি উচ্চ বিদ্যালয় ৭৪ রানে বুড়িরহাট হাই স্কুলকে পরাজিত করে।

গাজীপুর ভেন্যুতে হাসমত উদ্দিন হাই স্কুল ১ উইকেটে মাধবদী এস পি ইন্সটিটিউশনকে পরাজিত করে। খাগড়াছড়ি ভেন্যুতে বান্দরবান কালেক্টরেট স্কুল ১৪ রানে খাগড়াছড়ি হাই স্কুলকে পরাজিত করে।

পাবনা ভেন্যুতে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ৪ রানে সিরাজগঞ্জ জাহানার হাই স্কুলকে পরাজিত করে। পটুয়াখালী ভেন্যুতে ঝালকাঠি উদ্বোধন হাই স্কুল ৫৮ রানে বরগুনা জিলা স্কুলকে পরাজিত করে।

শরীয়তপুর ভেন্যুতে নবাবগঞ্জ পাইলট হাই স্কুল ২ উইকেটে নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলকে হারিয়েছে। কুমিল্লা ভেন্যুতে অন্নদা হাই স্কুল ৫৪ রানে কক্সবাজার পৌর প্রিপারেটরী স্কুলকে পরাজিত করেছে।

জেডআই/

আর্কাইভ