• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সমকামীদের চায় না কাতারের হোটেল, ফিফার হুমকি

প্রকাশিত: মে ১৫, ২০২২, ১০:৪৮ পিএম

সমকামীদের চায় না কাতারের হোটেল, ফিফার হুমকি

ক্রীড়া ডেস্ক

আর ছয় মাসও বাকি নেই ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরুর। এরই মধ্যে বেজে উঠেছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের দামামা। এবার প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বসতে যাচ্ছে ফুটবলের এ মহাযজ্ঞ। ইতোমধ্যে হোটেল বুকিং দেওয়া শুরু হয়েছে। তবে বিশ্বকাপের সময় কাতারের কয়েকটি হোটেল সমকামীদের জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এ খবর প্রকাশ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সমকামীদের অধিকার রক্ষা না করলে বাতিল করে দেয়া হবে হোটেলগুলোর সঙ্গে থাকা চুক্তি।

মধ্যপ্রাচ্যের বাকি সব দেশের মতো কাতারেও সমকামিতাকে অপরাধ হিসেবেই দেখা হয়। তবে বিশ্বকাপ আয়োজক কমিটি তাদের স্বাগত জানিয়েছে। এলজিবিটি ফ্যানরা এরই মধ্যে টিকিট কিনে পছন্দমতো হোটেলে বুকিং দিচ্ছে। নরওয়ের সম্প্রচার মাধ্যম এনআরকে’, সুইডেনের এসভিটিএবং ডেনমার্কের ডিআরের তথ্যে সমীক্ষায় দেখা গেছে ফিফা ঘোষিত ৬৯ হোটেলের মধ্যে ৩টি সরাসরি সমকামী দম্পতি বা যুগলদের রাখতে অস্বীকৃতি জানিয়েছে।

যদিও এই হোটেলগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও রয়টার্সকে তারা কোনো তাৎক্ষণিক মন্তব্য দেয়নি। এদের মধ্যে আবার ২০টি হোটেলের সমকামীদের রাখতে কোনো আপত্তি নেই, তবে তাদের শর্ত হচ্ছে জনসম্মুখে তারা যে সমকামী এমন আচরণ করা যাবে না। আর বাকি ৩৩ হোটেলের সমকামী দম্পতি বা যুগলদের রাখতে কোনো আপত্তি নেই।

বিশ্বকাপের ডেলিভারি ও লিগ্যাসি বিষয়ক সুপ্রিম কমিটিজানিয়েছে, কাতার রক্ষণশীল দেশ। তবে সবার অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া হবে।আর যে সব হোটেল ফিফার নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। চলতি বছরের নভেম্বরের ২১ তারিখ কাতার বিশ্বকাপের পর্দা উঠবে, আর ফুটবলের সবচেয়ে বড় এই বৈশ্বিক আসর শেষ হবে ডিসেম্বরের ২১৮ তারিখ।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ