• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আর্জেন্টিনা-চিলির প্রথমার্ধ ১-১ গোলে সমতা

প্রকাশিত: জুন ৪, ২০২১, ০৭:০৪ এএম

আর্জেন্টিনা-চিলির প্রথমার্ধ ১-১ গোলে সমতা

ক্রীড়া ডেস্ক

করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। শুক্রবার (৪ জুন) ভোরে সান্তিয়াগো দেল এস্তেরোয় লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ১-১ গোলে সমতায় শেষ হয়েছে দুই দলের প্রথমার্ধের খেলা।

ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি লিওনেল স্কালোনি শিষ্যরা। ৩৬ মিনিটে চিলিকে সমতায় ফেরান এলেক্সি সানচেজ। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দু’ দল।

গত নভেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত হওয়ায় আর মাঠে নামা হয়নি তাদের।

চিলির বিপক্ষে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো। আরমানি এবং মনটিয়েল করোনা পজিটিভ থাকায় সুযোগ মিলে এই দুইজনের।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ ভালো। দেশটির বিপক্ষে আগের ৮৭ ম্যাচের মধ্যে ৫৭টিতে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরেছে ছয়টিতে, ড্র বাকি ২৪ ম্যাচ।

জেডআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ