প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০২:৪১ পিএম
পাল্লেকেলেতে
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের মধ্যাহ্নভোজ বিরতির আগে উইকেট শূন্য
বাংলাদেশ দল। তার কারণ
হিসেবে আগের টেস্টের প্রথম
ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন
অধিনায়ক মুমিনুল হক।
দিনের
শুরু থেকেই ভালো বল করছিলেন
পেসার তাসকিন আহমেদ। ম্যাচের ২০তম ওভারে তার
শেষ বলে স্লিপে ক্যাচ
দিয়েছিলেন আগের টেস্টে ডাবল
সেঞ্চুরি করা শ্রীলঙ্কার অধিনায়ক
দিমুথ করুনারত্নে। কঠিন কোনো ক্যাচ
ছিল না। স্লিপ ফিল্ডারদের
জন্য রুটিন ক্যাচ। তাও ফেলে দিলেন
শান্ত। তা ধরতে না
পারার আক্ষেপ নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে
যেতে হয় সফরকারীদের।
পাল্লেকেলেতে
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে
প্রথম দিনের প্রথম সেশন শেষে বিনা
উইকেটে ৬৬ রান তুলেছে
লঙ্কানরা। টস হেরে ফিল্ডিংয়ে
নেমে আঁটসাঁট বোলিং শুরু করেন বাংলাদেশের
বোলাররা।
প্রথম
দিনে অবশ্য সকালের সেশনে পিচ থেকে ভালো
সুবিধা পেয়েছেন পেসাররা। সিম মুভমেন্টের সঙ্গে
বল তুলতে সমস্যা হয়নি পেসারদের। কিন্তু
নাজমুল ক্যাচটা নিতে পারলে পেসাররা
অন্তত খুশি মনে মধ্যাহ্নভোজ
বিরতিতে যেতে পারতেন।
সাম্প্রতিক
সময়ে ক্যাচ ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশ
দলের ফিল্ডারদের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিউজিল্যান্ড সফর
এবং শ্রীলঙ্কায় প্রথম টেস্টেও ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা।
হাসিব/এম. জামান