প্রকাশিত: মে ১১, ২০২২, ০৯:৩০ পিএম
বঙ্গোপসাগরে অবস্থানরত
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝড়ছে। বেরসিক বৃষ্টিতে বিসিবি একাদশ ও
শ্রীলঙ্কার মধ্যেকার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও পরিত্যক্ত
ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ মে) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠের আকাশ সকাল থেকে মেঘলা ছিল। সকাল ১০টা নাগাদ খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কবলে পড়ে সেটা শুরু হয়েছে ১১টা ৪০ মিনিটে। এরপর খেলা হয়েছে ১২টা ২৪ মিনিট পর্যন্ত।
এই সময়ে লঙ্কানরা ব্যাটিং করেছেন ৯.৫ ওভার। যেখানে ৩৬ রান তুলেছে সফরকারীরা। দুই দিনে লঙ্কানরা ১৮.২ ওভার রান করেছে ১ উইকেটে ৫০। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন কুশল মেন্ডিস। ওপেনার ওশাদা ফার্নান্দো করেছেন অপরাজিত ২২ রান।
এ দিন ৯ ওভার ৩ বলে খেলা মাঠে গড়ায়। আবারও বৃষ্টি নামায় খেলা বন্ধ ঘোষণা করা হয়। সময় গড়াতে গড়াতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। দুপুর নাগাদ মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়। বৃষ্টির সঙ্গে মাঠের অবস্থা ও আলোর পরিমাণ কম থাকায় ম্যাচ রেফারি ২টার দিকে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় এই প্রস্তুতি ম্যাচ। তবে বৃষ্টির কারণে গত দিনে ৮.৩ ওভারের বেশি খেলা হয়নি। এ সময়ে ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। একমাত্র ব্যাটার হিসেবে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। ইনিংসের ষষ্ঠ ওভারে স্বাগতিকদের প্রথম উইকেট এনে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
ডানহাতি এই পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়কে ক্যাচ দেন করুনারত্নে। ১৮ বলে মাত্র ২ রান করেছেন লঙ্কান অধিনায়ক।
আগামী ১৫ মে চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজ শেষে ২৮ মে বাংলাদেশ ছাড়বে লঙ্কান ক্রিকেটাররা।
জেডআই/এএল