• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত

প্রকাশিত: মে ১১, ২০২২, ০১:০৩ এএম

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক

দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বিসিবি একাদশ। কিন্তু তাতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে  প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৪০ মিনিট খেলার পর নামে বৃষ্টি। ৭.৫ ওভার ব্যাট করে ১৪ রান তুলে সফরকারী শ্রীলঙ্কা হারায় অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট।

বিসিবি একাদশের হয়ে একমাত্র উইকেটটি পান তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বৃষ্টি না কমায় বেলা ২টা ২৫ মিনিটে বাতিল ঘোষণা করা হয় দিনের খেলা।

শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে নেই, এমন ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া হয়েছে বিসিবি একাদশের স্কোয়াড। টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। টেস্ট দল থেকে সম্প্রতি বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসানও সুযোগ পেয়েছেন স্কোয়াডে।

এছাড়া ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো এনামুল হক বিজয়কে রাখা হয়েছে। সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ আর মোহাম্মদ এনামুল হক। টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনেরও জায়গা হয়েছে বিসিবি একাদশে।

বিসিবি একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসাইন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জায়েদ রাহি।

শ্রীলঙ্কা একাদশ: আসিতা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, কামিল মিশ্র, কাসুন রাজিথা, লাসিথ এম্বুলদেনিয়া, রমেশ মেন্ডিস, প্রবিন জয়াবিক্রমা, বিশ্ব ফার্নেন্দো।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ