প্রকাশিত: মে ৯, ২০২২, ০৯:৩৩ পিএম
দেশের এক নম্বর ক্রিকেট
ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ঘরোয়া, আন্তর্জাতিক
ম্যাচ ও অনুশীলনের কারণে বছরজুড়ে ব্যস্ত থাকে এ মাঠ। ফলে এ স্টেডিয়ামসহ খুলনা,
রাজশাহী, বগুড়া, চট্টগ্রামের
মাঠের উন্নয়নে নতুন পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সঙ্গে
শেরেবাংলায় আরও ৪টি নতুন উইকেট তৈরি করা হবে।
মিরপুরের মাঠের সেন্টার উইকেটের ওপর চাপ কমানোর জন্য এবং সেন্টার উইকেটে অনুশীলনের অনুভূতি দেয়ার জন্য নতুন চারটি উইকেট বানানোর পরিকল্পনা করেছে বিসিবি। সোমবার (৯ মে) সংবাদমাধ্যমে এ সব কথা জানিয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
তিনি বলেন, ‘আগেও বলেছিলাম এ মৌসুমের পরে বিভিন্ন মাঠের উন্নয়ন কর্মকাণ্ডে হাত দেবো। সে পরিকল্পনা অনুযায়ী আমরা মিরপুরে অনুশীলনের জন্য সেন্টারে চারটা বাড়তি উইকেট তৈরি করতে যাচ্ছি। এই সিরিজটা শেষ হওয়ার পরপরই কাজে হাত দেবো।’
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেন, এখানে বিভিন্ন সময় জাতীয় দল ও অন্যান্য দল অনুশীলন করে থাকে। তাতে আমাদের যে সেন্টারে আটটি উইকেট আছে সেগুলোর ওপর অনেক চাপ পড়ে। তাই লোকাল খেলায় আমরা ভালো উইকেট দিতে পারি না। এই জন্য দুই দিকে ১৬ ফিট করে আরও চারটা উইকেট করবো। যেটা অনুশীলনের জন্য ব্যবহৃত হবে।’
মাহবুব আনাম আরও বলেন, ‘আরেকটা জিনিস জানিয়ে রাখি, রাতের আলোয় অনুশীলনের জন্য ঢাকা ও চট্টগ্রামের আউটডোর প্র্যাকটিস উইকেটটা আছে সেগুলো লাইটের নিচে আনতে যাচ্ছি। তাতে করে ভবিষ্যতে আর আলোর নিচে অনুশীলন করতে সেন্টার উইকেট দরকার হবে না।’
জেডআই/এএল