• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দিয়াবাতের হ্যাটট্রিক জেতাতে পারলো না মোহামেডানকে

প্রকাশিত: মে ৯, ২০২২, ০১:৫১ এএম

দিয়াবাতের হ্যাটট্রিক জেতাতে পারলো না মোহামেডানকে

ক্রীড়া প্রতিবেদক

সোলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকেও জয়ের নাগাল পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ঐতিহ্যবাহী ক্লাব দলটির পয়েন্টে ভাগ বসিয়েছে চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুদলের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

রবিবার (৮ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় মোহামেডান। আবিদ হোসেনের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন সোলেমানে দিয়াবাতে। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে চট্টগ্রাম আবাহনী।

শাখওয়াত হোসেনের গোলে ১৩তম মিনিটে সমতায় ফেরে বন্দরনগরীর দলটি। ২৬ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে লিড এনে দেন শাখওয়াত হোসেন। পিটার থ্যাঙ্কগড সহায়তা নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে থ্যাঙ্কগডের পেনাল্টি গোলে ব্যবধান আরও বাড়ায় চট্টগ্রাম আবাহনী। খেলায় ফিরতে আরও আক্রমনাত্বক হয় মোহামেডান। ৬৮তম মিনিটে তার ফলও পায় তারা। সোলেমানে দিয়াবাতের গোলে ব্যবধান কমায় সাদা কালো দল।

যোগকরা সময়ে হ্যাটট্রিক করেন সোলেমান দিয়াবাতে। তাতে মোহামেডানের এক পয়েন্ট নিশ্চিত হয়। শেষ মহুর্তে ২ পয়েন্ট হারিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

এই ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনী ১৪ ম্যাচে ৫ম ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। মোহামেডান সমান ম্যাচে সপ্তম ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। মিশরের মোস্তফা কাহারবা পেয়েছেন জোড়া গোল। ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল পায় বারিধারা। যোগকরা সময়ের শেষ দিকে এসে দ্বিগুণ হয় ব্যবধান।

স্বাধীনতা সংঘ ১৪ ম্যাচে ১০ম হারে আগের ৭ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে। সমান ম্যাচে তৃতীয় জয়ে ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে উত্তর বারিধারা।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ