• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ফুটবলার আব্দুর রশিদ আর নেই

প্রকাশিত: মে ৭, ২০২২, ১১:৫৬ পিএম

ফুটবলার আব্দুর রশিদ আর নেই

ক্রীড়া প্রতিবেদক

আশির দশকের খ্যাতিমান ফুটবলার ও সোনালী অতীত ক্লাবের সদস্য আব্দুর রশিদ আর নেই। শনিবার (৭ মে) সকাল ১১টার দিকে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

বেশ কিছু দিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ ফুটবলার। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আব্দুর রশিদের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদকসহ সকল স্থায়ী কমিটি ও বাফুফের সকল কর্মকর্তাগণ শোক প্রকাশ করেছেন।

আশির দশকে ওয়ারী ক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও আজাদ স্পোর্টিং ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছিলেন আব্দুর রশিদ।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ