• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ব্যাংককে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ হকি দল

প্রকাশিত: মে ৭, ২০২২, ০৫:৩১ পিএম

ব্যাংককে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ হকি দল

ক্রীড়া ডেস্ক

ব্যাংককে চলমান এশিয়ান গেমস কোয়ালিফাইং হকি প্রতিযোগিতার প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (৭ মে) সকালে জিমি-সারওয়াররা দারুণ দাপটে ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১০ মে

ম্যাচের প্রথম কোয়ার্টারেই লীড পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের দশম মিনিটে সারওয়ার হোসেন পেনাল্টি কর্নার থেকে এই টুর্নামেন্টে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। ২৪ মিনিটে ফিল্ড গোল করে পুষ্কর ক্ষিসা মিমো ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলের লীড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে খেলায় ফেরার চেষ্টা করে ইন্দোনেশিয়া। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সান্দেরার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। তবে এর পরের মিনিটেই ফজলে রাব্বির ফিল্ড গোলে ব্যবধান ৩-১ করে বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। ফলে ৩-১ স্কোরলাইনে শেষ হয় খেলা। মাস দেড়েক আগে এএইচএফ কাপ হকিতে জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়াকে বাংলাদেশ ৭-২ গোলে হারিয়েছিল। 

গোল না করেও ম্যাচ সেরা হয়েছেন রেজাউল করিম বাবু। যিনি এই টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন৷

আরআই
আর্কাইভ