• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়লেন এক শতবর্ষী

প্রকাশিত: মে ৪, ২০২২, ০৫:০৭ পিএম

১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়লেন এক শতবর্ষী

ক্রীড়া ডেস্ক

গেল বছর ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটের তালিকায় নাম লিখিয়েছেন  জুলিয়া হকিনস। এবার ১০০ বছর বয়সী দৌড়বিদ লেস্টার রাইট ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর যোদ্ধা তিনি । একজন যোদ্ধা যে জীবনের শেষ পর্যন্ত লড়ে যান তারই অনন্য নজির দেখালেন এ মার্কিনি। 

শতবর্ষীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রতি বছরই আয়োজন করা হয়  পেন রিলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা। ২৬.৩৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টের সাত বছরে পুরনো রেকর্ড ভেঙেছেন লেস্টার। ২০১৫ সালে ২৬.৯৯ সেকেন্ড টাইমিংয়ে আগের রেকর্ডটি ছিল ডোনাল্ড পেলম্যানের। ২০১১ সালে ব্রিটেনের শতবর্ষী ফৌজা সিং ২৩.৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করলেও তার রেকর্ডটি ছিল অনানুষ্ঠানিক।  

৮০ বছরের দৌড় ক্যারিয়ার লেস্টারের। ১৯৩০ সালের দিকে ছিলেন পেশাদার দৌড়বিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যোগ দেন যুদ্ধে। ফ্রান্সের নরম্যান্ডি ও বোগের লড়াইয়ে লড়েছেন বীরত্বের সঙ্গে। সার্জেন্ট পদে অবসরের পর নিয়মিত দৌড় চালিয়ে গেছেন। স্ত্রী অ্যাডেলের সঙ্গে তার ৮০ বছরের সংসার। স্ত্রীকে নিয়ে ব্যবসা চালিয়ে গেছেন ৪০ বছরের বেশি সময় ধরে। সেই ব্যবসার দায়িত্ব এখন তার নাতির সন্তানের হাতে। 

দৌড়ের মতো স্মৃতিটাও বেশ টনটনে লেস্টারের। শতবর্ষে রেকর্ড ভাঙার পর বললেন, ‘যখন আপনি কোনো দৌড়ে নামবেন সেটা প্রথম হওয়ার হওয়ার জন্যই নামবেন। আমি জানি না মানুষ কেন দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য দৌড়ায়।’ একই সঙ্গে জানিয়ে দিলেন ২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার জন্যই আবারও এই ট্র্যাকে নামবেন তিনি! 

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ