• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা : বেনজেমা

প্রকাশিত: মে ৩, ২০২২, ০৫:৩২ এএম

বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা : বেনজেমা

ক্রীড়া ডেস্ক

রবিবার (১ মে)সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে সোমবার (২ মে)  পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।  তাদের সঙ্গে মিল রেখে সোমবার (০২ মে) ঈদ উদযাপন করছে ইউরোপ। আর ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রিয়ালের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমা।

এদিন ঈদের শুভেচ্ছা জানিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে নিজের টুইটার ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বেনজেমা। যেখানে আরবি দোয়া 'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন) বলে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন আলজেরীয় বংশোদ্ভূত এই ফরাসি ফুটবলার।

ভিডিওর ক্যাপশনে বেনজেমা লিখেছেন, 'বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।

আগামী ৫ মে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবেন বেনজেমার দল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-৪ গোলে হেরে যায় তারা। যদিও অনেকের বলছেন, এখনও ফাইনালের আশা জাগিয়ে রেখেছে রিয়াল। এদিকে চলতি সপ্তাহে চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা পুনরুত্থান করে রিয়াল মাদ্রিদ। 

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ