ক্রীড়া ডেস্ক
নিজ দেশ ভারতে নয়, শাহরুখ খান আমেরিকার লস এঞ্জেলেসে ক্রিকেট স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্র ক্রিকেটের অফিসিয়াল ফ্রাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট ২০২৩ সালে শুরু হবে। সেখানে দল কিনেছে শাহরুখ ও জুহি চাওলার নাইট রাইডার্স গ্রুপ।
তাদের আইপিএলে এবং সিপিএলেও দুটি দল আছে। সেই ধারাবাহিকতায় মেজর লিগ ক্রিকেটেও দল কিনেছেন তারা। শুধু দলই নয়, ক্রিকেট সম্প্রসারণে ১০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে শাহরুখ খান বলেছেন,‘আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করছি আমরা। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে নাইট রাইডার্সকে বিশ্বমানের একটা গ্রুপ হিসাবে তুলে ধরতে চাই আমরা।’
এরই মধ্যে শাহরুখ খানের গ্রুপ লস এঞ্জেলেসে একটি একাডেমি বানিয়েছে। এবার স্টেডিয়াম তৈরি করছে তারা। লস এঞ্জেলেসের গ্রেট পার্কে ১৫ একর জমির উপর স্টেডিয়ামটি নির্মাণ হবে। এই প্রজেক্টে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে৷
শুক্রবার (২৯ এপ্রিল) এই নতুন ভেন্যু স্থাপন সম্পর্কে শাহরুখ খান বলেন, 'ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের আরও জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আমরা এমএলসির সাথে এই পরিকল্পনা করেছি। তাছাড়া নাইট রাইডার্স গ্রুপকে বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিষ্ঠিতও করতে পারব এর মাধ্যমে। বিখ্যাত লস অ্যাঞ্জেলসে একটি স্টেডিয়াম নির্মাণ করতে পারা আমাদের ও এমএলসির জন্য রোমাঞ্চিত ব্যাপার।'
শাহরুখ আরও বলেন, বিখ্যাত শহরে এই স্টেডিয়ামটি বানানোর মাধ্যমে তারা বিশ্ব ক্রিকেটেও ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন এবং ক্রিকেটকেও আরও জনপ্রিয় করে তুলতে সাহায্য করতে পারবেন।
স্টেডিয়ামের ডিজাইন করবেন বিখ্যাত আর্কিটেকচার ফার্ম এইচকেএস ৷ স্টেডিয়ামটি নির্মাণে ১১০ মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে।ক
আরআই
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন