• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভিডিও অ্যানালাইসিস সফটওয়্যার যুগে দেশের ফুটবল

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০৭:৫৪ পিএম

ভিডিও অ্যানালাইসিস সফটওয়্যার যুগে দেশের ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব ক্রীড়া ইভেন্টগুলোতে যোগ হচ্ছে নিত্যনতুন সব প্রযুক্তি। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া ডিজিটাল বাংলাদেশেপ্রযুক্তির ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। সে ধারাবাহিকতায় শিগগিরই ভিডিও অ্যানালাইসিস সফটওয়্যার যুগে প্রবেশ করছে দেশের ফুটবল।

একজন ফুটবলারের ফিটনেস লেভেলের ধারণা পাওয়ার পর সেই তথ্য-উপাত্ত নিয়ে ভিডিও অ্যানালাইসিস চলে কোচদের। ম্যাচের আগে কোচকে ভাবতে হয় ফরমেশন, প্লেয়িং স্টাইল, একেকজন ফুটবলারের গতি, ডিসটেন্স কাভারের সক্ষমতা। এসব জেনে বুঝে তো কোচরা করেন মাস্টারপ্ল্যান। কিন্তু এসব হিসাব তো আর খাতা-কলম দিয়ে হয় না। নোটবুকে লেখা অনেক কিছুই তো কোচরা হারিয়ে ফেলেন। যে কারণে দিনশেষে কোচদের ভরসা ড্রয়িং বোর্ড। আর এ কাজটি সহজ হয়েছে প্রযুক্তির ছোঁয়ায়। পারফরম্যান্স অ্যানালাইসিস সফটওয়্যারের মাধ্যমে একজন খেলোয়াড়ের অবস্থা জানতে পারেন কোচ। বিশ্ব ফুটবলে ব্যবহূত এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে চলেছেন জামাল ভূঁইয়ারাও।

 স্প্যানিশ হ্যাবিয়ের ক্যাবরেরা বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রযুক্তির দিকে মনোনিবেশ করেছেন। অবশ্য আগে থেকেই ফুটবলের এসব প্রযুক্তির সম্পর্কে ভালো ধারণা আছে ক্যাবরেরার। তার আছে পারফরম্যান্স বিশ্নেষণ সফটওয়ার নেক্সট স্পোর্টসের ডিপ্লোমা। ফুটবল অ্যানালাইসিসের বিশ্বখ্যাত ওয়েবসাইট 'অপ্টা স্পোর্টসে' কাজ করার অভিজ্ঞতা আছে ক্যাবরেরার। এই ওয়েবসাইট থেকে ফুটবলের সব রকম তথ্য-উপাত্ত পাওয়া যায়। এই অভিজ্ঞতাগুলো এবার দেশের ফুটবলে কাজে লাগাতে চান তিনি। তার অধীনে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে বাংলাদেশ।

মালেতে মালদ্বীপের কাছে হার এবং সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে ড্রটি মন ভরাতে পারেনি ফুটবলপ্রেমীদের। যে কারণে ওই দুটি ম্যাচ এবং ভেন্যু থেকে ভেন্যুতে ছুটে গিয়ে প্রিমিয়ার লিগের খেলা দেখে ফুটবলারদের পারফরম্যান্সের বিশ্নেষণগুলো নোটবুক করেছেন এ স্প্যানিয়ার্ড। এরই মধ্যে প্রথম সারির ৪০ ফুটবলারকে নিয়ে ডাটাবেজ প্রোফাইল তৈরি করেছেন তিনি। ক্যাবরেরার সেই ডাটাবেজে থাকছে ম্যাচ প্রত্যেক ফুটবলারের গোল, কত মিনিট মাঠে ছিলেন, অ্যাসিস্ট সংখ্যা, ভুল পাস/সঠিক পাসের শতাংশ এবং মাঠের সামগ্রিক পারফরম্যান্স। তৈরি করা এসব ডাটা সফটওয়্যারে তোলার কাজও অনেক দূর এগিয়েছে।

৮-১৪ জুন মালয়েশিয়া অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব। ১৬ মে থেকে এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়বে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে তখনই প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবলে দেখা যাবে ভিডিও অ্যানালাইসিস সফটওয়্যার।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ