• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

চিলির বিপক্ষে আর্জেন্টিনার দুই খেলোয়াড়ের অভিষেক

প্রকাশিত: জুন ৩, ২০২১, ১১:৫৮ এএম

চিলির বিপক্ষে আর্জেন্টিনার দুই খেলোয়াড়ের অভিষেক

ক্রীড়া ডেস্ক

শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের ২০২০/২১ মৌসুমের খেলা। এখন নিজ নিজ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক সূচিতে মাঠে নামছে বিশ্বের তারকা ফুটবলাররা। এরই মধ্যে বুধবার (২ জুন) দিবাগত রাতে হয়ে গেছে ইউরোপের দেশগুলোর প্রীতি ম্যাচ। শুক্রবার (৪ জুন) থেকে মাঠে গড়াবে ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বের নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ চিলি। গত নভেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত হওয়ায় আর মাঠে নামা হয়নি তাদের।

চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে ছয় মাস পর মাঠে ফিরছে তারা। এ ম্যাচকে সামনে রেখে ২৪ ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে নিজ দলের একাদশ জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

চিলির বিপক্ষে ম্যাচটিতে দুই অভিষিক্ত নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। গোল ডক কম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্টিনেজ, ফয়েথ, রোমেরো, মার্টিনেজ কোয়ারতা, তালিয়াফিকো, পারেদেস, ওকাম্পোস, ডি পল, মেসি, ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজকে নিয়ে সাজানো হয়েছে মূল একাদশ।

ফলে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাচ্ছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো। তবে এ দুইটি জায়গার দৌড়ে এগিয়ে ছিলেন ফ্রাংকো আরমানি এবং গনজালো মনটিয়েল। কিন্তু দুজনই করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বিবেচনায় রাখতে পারেননি আর্জেন্টাইন কোচ স্কালোনি। 

চলতি বিশ্বকাপ বাছাইয়ে এখনও পর্যন্ত চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ১০ পয়েন্ট। ল্যাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। শুক্রবার চিলির বিপক্ষে ম্যাচের পাঁচ দিন পর কলম্বিয়ার মাঠে খেলতে যাবে আর্জেন্টিনা। এরপর শুরু হবে তাদের কোপা আমেরিকার মিশন।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুয়ান ফয়েথ, লাউতারো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কোয়ারতা, লিওনেল মেসি, নাহুয়েল ক্রিশ্চিয়ানো রোমেরো, লুকাস ওকাম্পোস, লেয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস তালিয়াফিকো।

হাসিব/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ