• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফিজের পর পাওয়েল তাণ্ডবে কলকাতার হার

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৬:৪৪ পিএম

ফিজের পর পাওয়েল তাণ্ডবে কলকাতার হার

ক্রীড়া ডেস্ক

আইপিএলে মোস্তাফিজের বোলিং খেলতে হিমসিম খেতে হচ্ছে ব্যাটারদের। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ফিজের বীরত্বে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। এ জয়ে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি করেছে দিল্লি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে তাদের অবস্থান এখন টেবিলের ছয়ে। আইপিএলের রাউন্ড রবিন লিগের ম্যাচে কলকাতার বিপক্ষে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে দিল্লি।

শেষ তিন ম্যাচের দুটিতে চল্লিশের বেশি রান দিয়েছিলেন ফিজ। এই ম্যাচে ফিরেছেন এবারের আসরের নিজের সেরা পারফরম্যান্স দিয়ে। শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পাওয়ার প্লেতে ২ ওভারে দেন ৭ রান। ১৪ ডট বলের ইনিংসে বাউন্ডারি দিয়েছেন মাত্র দুটি। আগে টস হেরে ব্যাটিং এ নামা কলকাতা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৪৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে পৃথ্বি শয়ের উইকেট হারিয়ে বসে দিল্লি। দলীয় ১৭ রানে তারা হারায় মিচেল মার্শের উইকেটও। তবে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে ধরে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। ললিত যাদভের সঙ্গে গড়ে তোলেন ৬৫ রানের জুটি। ২৬ বল মোকাবিলায় ৮ বাউন্ডারিতে ৪২ করে আউট হন ওয়ার্নার। এরপর মাত্র ২ রান যোগ করতে অধিনায়ক রিশাভ পান্তও বিদায় নিলে কিছুটা চাপে পড়ে দিল্লি।

সে চাপ আরও বাড়িয়ে দেয় পরের ওভারের প্রথম বলে ললিতের সাজঘরে ফেরা। ৮৪ রানে পাঁচ টপঅর্ডারকে বিদায় করে জয়ের স্বপ্ন দেখতে থাকে কলকাতা। তবে শেষদিকে রভম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেল তাদের স্বপ্ন ধূলিস্যাৎ করে দিল্লিকে ৪ উইকেটের জয় এনে দেন। পাওয়েল ১৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। অক্ষর ১৭ বলে ১৭ রানের ইনিংস খেলে আউট হন।

নাইট রাইডার্সের হয়ে বল হাতে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন উমেশ যাদভ। একটি করে উইকেট শিকার করেন সুনীল নারিন ও হার্সিত রানা।

আরআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ