• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নতুন জার্সিতে ভাগ্য বদলাবে মোস্তাফিজদের?

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৮:৫৭ পিএম

নতুন জার্সিতে ভাগ্য বদলাবে মোস্তাফিজদের?

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের তোপে পড়ে ছন্দ হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। যে কারণে আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তাটা অনেকটা কঠিন হয়ে গেছে মোস্তাফিজদের। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারের (২৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নতুন জার্সি পড়ে মাঠে নামছে রিকি পন্টিংয়ের শিষ্যরা।

এখন পর্যন্ত আইপিএলে সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটলস। লিগের প্রথম ম্যাচে মুম্বাইকে হারালেও পরের দুই ম্যাচে গুজরাট-লখনৌয়ের কাছে হারতে হয়েছিল তাদের। তবে রিশভ পন্তরা এরপর কলকাতাকে হারিয়েছিল। তবে তারপরই বেঙ্গালুরুর কাছে হারে দিল্লি। কিন্তু এরপর পাঞ্জাবকে হারালেও রাজস্থানের কাছে ফের হারতে হয় তাদের।

ফলে বর্তমানে দিল্লির প্লে-অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে গেছে। তবে এখনই হাল ছাড়তে নারাজ মোস্তাফিজের দল। টুর্নামেন্টে নিজেদের বাকি অর্ধেক ম্যাচে ছন্দে ফিরতে তাই হয়তো জার্সিতে বদল করেছে তারা। এখন দেখার বিষয়, নতুন জার্সি কীভাবে দিল্লি ক্যাপিটলসের ভাগ্য পরিবর্তন করে।

এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে করোনায় জর্জরিত একমাত্র দল  দিল্লি ক্যাপিটালস। দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় লিগ পরিচালনা নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল আয়োজকদের। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সুখবর পেলো দিল্লি ক্যাপিটালস।

দলের করোনা আক্রান্ত দুই বিদেশি ক্রিকেটার মিচেল মার্শ ও টিম সেইফার্ট সুস্থ হয়ে উঠেছেন। আইসোলেশন শেষে তারা দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। কলকাতার বিপক্ষে ম্যাচের আগের দিন বুধবার (২৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় মার্শ ও সেইফার্টকে। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লির তরফে বলা হয়, ‘খুব ভালো লাগছে। তোমাদের অনুশীলনে দেখতে পেয়ে আনন্দিত।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ