• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

টেস্ট ও ওয়ানডেতে পৃথক কোচ চেয়ে ইংল্যান্ডের বিজ্ঞাপন

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৭:৫০ পিএম

টেস্ট ও ওয়ানডেতে পৃথক কোচ চেয়ে ইংল্যান্ডের বিজ্ঞাপন

ক্রীড়া ডেস্ক

টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে পৃথক কোচের পদ্ধতি আগে একবার চালু করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তৎকালীন দুই কোচ অ্যাশলে জাইলস এবং অ্যান্ডি ফ্লাওয়ারের দ্বন্দ্বে সেটি বেশি দিন টেকেনি। তিক্ত অভিজ্ঞতা থাকার পরও নতুন করে সাদা ও লাল বলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে ইসিবি।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করেছে।

আগামী ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। নেদারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শুরু ১৭ জুন থেকে। এর আগে অবশ্য প্রধান কোচ পেতে চায় ইসিবি। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬ মে পর্যন্ত পছন্দের পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তাদের সাক্ষাৎকার নেয়া হবে ৯ ও ১০ মে।

অ্যাশেজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও টেস্ট সিরিজ হারে ইংল্যান্ড। নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংলিশদের জয় মাত্র একটিতে। দলের এমন ভরাডুবির পর বরখাস্ত হয়েছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। নেতৃত্ব ছেড়েছেন জো রুটও।

গুঞ্জন রয়েছে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের জন্য প্রার্থী হতে পারেন গ্রাহাম ফোর্ড। রব কির সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় এগিয়ে রয়েছেন তিনি। এদিকে প্রার্থী হতে পারেন গ্যারি কারস্টেন, পল কলিংউড, সাইমন ক্যাটিচ ও টম মুডির মতো মাষ্টারমাইন্ডরা।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ