• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

টাইগার শিবিরে ইনজুরির মেলা কপাল খুললো নাঈমের

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০৬:২৭ পিএম

টাইগার শিবিরে ইনজুরির মেলা কপাল খুললো নাঈমের

ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে শ্রীলঙ্কার সিরিজ নিয়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে বিসিবির। যেনো সারিবদ্ধ ভাবে ইনজুরিতে পড়ছেন ক্রিকেটাররা। প্রথেমে কাঁধের চোট থাকায় পেসার তাসকিন আহমেদকে দলেই রাখা হয়নি। এরপর পেসার এবাদত হোসেনের ডান হাতের সেলাই দিতে হয়েছে। এবার আঙুলের চোট নিয়ে বিশ্রামে যেতে হচ্ছে স্পিনার মেহেদী হাসান মিরাজকে। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। সব মিলিয়ে টাইগার সিবির ইনজুরির কবলে পরেছে।

ডান হাতে কনিষ্ঠ আঙুলের জোড়া নড়ে যাওয়ার পাশাপাশি চিড়ও ধরেছে। হাতে ব্যান্ডেজ বেঁধে রাখতে হবে দুই সপ্তাহ। চট্টগ্রাম টেস্টের আগে ব্যান্ডেজ খুলে চোট পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা। তাই মিরাজের বিকল্প নাঈম হাসানকে ভেবে রেখেছেন জাতীয় দল নির্বাচকরা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটি চট্টগ্রামে ১৫ থেকে ১৯ মে। এখনও ১৯ দিন বাকি থাকলেও চোট মুক্ত হয়ে খেলায় ফেরা কঠিন মিরাজের জন্য। গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'মিরাজের নড়ে যাওয়া হাড় ঠিক জায়গায় বসানো হয়েছে। চিড় থাকায় ব্যান্ডেজ লেগেছে। ১৫ দিন পর ব্যান্ডেজ খুলে পর্যবেক্ষণ করা হবে। চোট কতটা হিল হলো তার ওপর বোঝা যাবে সে কখন খেলতে পারবে।' 

মেডিকেল রিপোর্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে পাঠিয়েছেন ফিজিও বায়েজিদুল ইসলাম। নান্নু বলেন, 'মিরাজের বিকল্প নিতে হবে। ঈদের পর নাঈম হাসানকে রিপ্লেস করে দেব।' 

দেবাশীষ চৌধুরী জানান, চিড় সেরে গেলে বোলিং করতে সমস্যা হবে না। ফিল্ডিং এবং ব্যাটিংয়ে কিছুটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পুরোপুরি সুস্থ হয়ে খেললে ভালো।' 

মিরাজ নিজেও প্রথম টেস্ট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী নন। তিনি বলেন, 'আঙুলে চিড় ধরা পড়েছে। প্রথম টেস্টে খেলতে পারব কিনা বলতে পারছি না। মনে হচ্ছে সম্ভাবনা কম। বল হাতে লাগার পরই বুঝতে পেরেছিলাম খারাপ কিছু হয়েছে।'

রোববার (২৪ এপ্রিল)  প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিং করার সময় বল আঘাত করে মিরাজের ডান হাতের কনিষ্ঠ আঙুলে। প্রচণ্ড ব্যথা নিয়ে তখনই মাঠ ছাড়েন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এ অলরাউন্ডার। সাভারে এক্স-রে করালেও সূক্ষ্ণ চিড় ধরা পড়ে। গতকাল ঢাকায় করা নতুন এক্স-রেতে ফাটল স্পষ্ট হয়।

আরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ