• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মোশাররফ রুবেলের কবর স্থায়ী করার আশ্বাস বিসিবির

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৭:৫০ পিএম

মোশাররফ রুবেলের কবর স্থায়ী করার আশ্বাস বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

প্রায় তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রিকেটার মোশাররফ রুবেল। জাতীয় দলের সাবেক এ স্পিনারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তার কবর স্থায়ী করার জন্য আবেদন জানিয়েছেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা।

প্রয়াত এ ক্রিকেটারের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্রেন টিউমারে আক্রান্ত রুবেলের চিকিৎসা চালাতে গিয়ে সর্বশান্ত হয়েছে পরিবারটি। এক পর্যায়ে মাথা গোঁজার ঠাই ফ্ল্যাটটিও বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি রুবেলকে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই তারকা।

রুবেলকে দাফন করা হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে। বনানী কবরস্থানে কাউকে দাফন করার ২ বছর পর সেখানে নতুন করে কাউকে দাফন করার রীতি রয়েছে। তবে কবর স্থায়ী করতে চাইলে সে ক্ষেত্রে খরচ হয় প্রায় কোটি টাকার মতো। রুবেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত পরিবারের স্বভাবতই সেই সাধ্য নেই। তবে রুবেলের সহধর্মিণী চৈতি ফারহানা রূপা চান, রুবেলের কবর স্থায়ী করা হোক। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানালেন রুবেলের স্ত্রী।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছেন, 'এ ব্যাপারে পুরোপুরি বোর্ডের নজর রয়েছে। বিসিবি'র কাছে আবেদন করলে রুবেলের কবরের যায়গা স্থায়ী করার বিষয়টি নিয়ে কাজ করবেন তারা। তাদের যে কোনও প্রয়োজনে বোর্ড সবসময় পাশে ছিল, এখনও আছে, সামনেও থাকবে। এটা ওরাও জানে। আমি নিশ্চিত ওরা আমাদের কাছে সরাসরি আবেদন করবে।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ