• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বিসিবির সঙ্গে আমার লাল বলের চুক্তি নেই: মোস্তাফিজ

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০২:৩৯ এএম

বিসিবির সঙ্গে আমার লাল বলের চুক্তি নেই: মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

‘আমি যদি বাংলাদেশ দলকে দীর্ঘ সময়ের জন্য সেবা দিতে চাই, তাহলে ফিট থাকা গুরুত্বপূর্ণ এবং ফিট থাকার জন্য তিনটি ফরম্যাটের মধ্যে বাছাই করা সবচেয়ে ভালো উপায়। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আমার লাল বলের (টেস্ট) চুক্তি নেই।’ ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে খেলতে বর্তমানে ভারতে আছেন বাংলাদেশের এ কাটার মাস্টার। এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। আইপিএল চলাকালীন নিজের ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা  বলেন মোস্তাফিজ।

তিনি জানান, ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য বেছে-বেছেতিন ফরম্যাটে ম্যাচ খেলবেন। এক্ষেত্রে টেস্টে খেলার কোন ইচ্ছা নেই তার। সাফল্যের বিবেচনায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফোকাস দিয়েছেন তিনি।

২০১৫ সালের এপ্রিলে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন মোস্তাফিজ। এরপর একই বছরের জুনে ওয়ানডে ও জুলাইয়ে টেস্ট অভিষেক হয় তার। এই ৭ বছরের ক্যারিয়ারে ইতোমধ্যে ৭৪টি ওয়ানডে ও ৬৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফিজ। কিন্তু টেস্ট খেলেছেন মাত্র ১৪টি। মোস্তাফিজের অভিষেকের পর ৩৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সর্বশেষ তিন বছরে ২ টেস্টে ৩ উইকেট শিকার করেন ফিজ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেন তিনি।

উইকেট শিকারের দিক দিয়ে রঙিন পোশাকে যতটা আলো ছড়িয়েছেন সাদা পোশাকে ততটা নয়। টেস্টে ৩৬ গড়ে ৩০ উইকেট, ওয়ানডেতে ২৩ গড়ে ১৩১ উইকেট ও টি-টোয়েন্টিতে ১৯ গড়ে ৮৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

তাই ওয়ানডে ও টি-টোয়েন্টির সাফল্যে টেস্ট ক্রিকেটে ফোকাসটা কম মোস্তাফিজুরের। দীর্ঘ ক্যারিয়ার বিবেচনায় নিজ থেকে টেস্ট খেলার ইচ্ছা হারিয়েছেন তিনি। বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় টেস্টে নেই তিনি।

মোস্তাফিজ বলেন, ‘টেস্ট খেলার বিষয়ে বিসিবিকে আমার মনোভাব জানাবো। যদি বিসিবি আমার কাছে জানতে চায়, তাহলে আমি জানাবো। আমার অনেক সিনিয়র বিসিবির সভাপতির সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছে, কোন একটি নির্দিষ্ট ফরম্যাটে তারা খেলবে কি-না এ বিষয় পরিষ্কার করেছে। আমি নিজে বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবো। এই বিষয়টি নিয়ে বেশ সচেতন সভাপতি। বিসিবি কখনও এই বিষয় (টেস্ট) নিয়ে আমাকে চাপ দেয়নি। এই মুর্হূতে বিসিবির সঙ্গে আমার লাল বলের কোন চুক্তি নেই।

তিনি আরও বলেন, ‘আমার সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। আমি যদি বাংলাদেশ দলকে দীর্ঘ সময়ের জন্য সেবা দিতে চাই, তাহলে ফিট থাকা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আমার সাফল্য বেশি (টেস্ট ক্রিকেটের চেয়ে)। এ কারণে আমি এই দুটি ফরম্যাটে ফোকাস করছি। বিশ্বে অনেক ক্রিকেটার ক্যারিয়ারকে দীর্ঘয়িত করতে ফরম্যাট বেছে নিচ্ছেন। একটি দল গঠন করতে, একটি নির্দিষ্ট খেলোয়াড়ের উপর নির্ভর করা যায় না।

মোস্তাফিজের মতে, সাফল্য পেতে হলে দুই ফরম্যাটের জন্য আলাদা পেস ইউনিট গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘আমাকে পেলে পেস ইউনিটের শক্তি বৃদ্ধি করবে এমন চিন্তা করার পরিবর্তে, যদি আমরা ভাবি, লাল এবং সাদা বলের ফরম্যাটের জন্য আলাদা পেস ইউনিট করা যায়, যা আমাদের প্রয়োজন, তাহলে সেটি ভারসাম্যপূর্ণ হবে এবং পেস বোলাররাও ধারাবাহিকভাবে ভালো করবে।

সাদা ও লাল বলের জন্য আলাদা পেস ইউনিট করলে নতুন খেলোয়াড় বের হয়ে আসবে বলে জানান মোস্তাফিজ। তিনি বলেন, ‘আমরা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারি। আমরা যদি নতুন ক্রিকেটারদের সুযোগ না দেই, তবে তাদের কিভাবে উন্নতি হবে?’

মোস্তাফিজ জানান, অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই আইপিএল খেলেন। তবে জাতীয় দলের দায়িত্বটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়।

তিনি বলেন, ‘আইপিএলের প্রতিটি দল খুব শক্তিশালী এবং ১১ জন খেলোয়াড় বিশ্বমানের। এসব খেলোয়াড়দের সঙ্গে খেললে, সবসময় আপনাকে কিছু শিখতে সাহায্য করবে। বিশ্বমানের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেয়ার অভিজ্ঞতা আলাদা। তবে জাতীয় দলের চেয়ে আইপিএল বড় নয়। ২০২০ সালে আমি আইপিএলে খেলিনি, কারণ আমাদের শ্রীলঙ্কা সফর ছিল (যা স্থগিত করা হয়েছিলো, পরে ২০২১ সালের এপ্রিলে খেলা হয়)। আমি সবসময় জাতীয় দলকে প্রাধান্য দিয়েছি।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ