• ঢাকা মঙ্গলবার
    ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

নতুন দায়িত্বে ব্রড, অভিষেক হচ্ছে ব্রেসির

প্রকাশিত: জুন ২, ২০২১, ০৪:৩৪ পিএম

নতুন দায়িত্বে ব্রড, অভিষেক হচ্ছে ব্রেসির

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সেই সঙ্গে পেসার স্টুয়ার্ড ব্রডকে জো রুটের সহকারী হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। লর্ডস টেস্টে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমস ব্রেসির অভিষেক হতে চলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে ইসিবি জানিয়েছে, লর্ডসে টেস্ট অভিষেক হতে চলেছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমস ব্রেসির। মঙ্গলবার ( জুন) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন জো রুটও ব্রেসির টেস্ট অভিষেকের কথা আগাম জানিয়ে দেন।

ইংল্যান্ডের টেস্ট দলে সাধারণত জো রুটের সহকারী হিসেবে দেখা যায় অলরাউন্ডার বেন স্টোকসকে। কিন্তু চোটের জন্য স্টোকস নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামতে পারছেন না। অবস্থায় জস বাটলারের দিকে নজর ঘোরাতে পারত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কারণ, বাটলার সীমিত ওভারের সিরিজে ইয়ন মরগানের সহকারীর দায়িত্ব পালন করে থাকেন। তবে আইপিএলের পর বিশ্রাম দেয়া হয়েছে বাটলারকেও। সিনিয়র উইকেটরক্ষক জনি বেয়ারেস্টও একই কারণে টেস্ট স্কোয়াডে জায়গা পাননি।

একাধিক সিনিয়র তারকা না থাকায় অ্যান্ডারসন ছিলেন সহ-অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের সেরা বিকল্প। কেননা এর আগেও টেস্ট দলের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও ইসিবি এবার ব্রডকেই সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করল।

এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি তিনটি ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন স্টুয়ার্ড ব্রড। তবে সাদা পোশাকে নেতার ভূমিকায় এই প্রথমবার দেখা যাবে এই পেসারকে।

জেডআই/এম. জামান

আর্কাইভ