• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ডিপিএল খেলতে দেশে ফিরলেন সাকিব

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৭:৪১ পিএম

ডিপিএল খেলতে দেশে ফিরলেন সাকিব

ক্রীড়া ডেস্ক

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ অলরাউন্ডার।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে বৃহস্পতিবার মাঠে নামার কথা মোহামেডানের এ ক্রিকেটারের। বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বলেন, 'এক ঘন্টার মধ্যেই সিদ্ধান্তটা নেওয়া। সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে। এখন যদি চারটা ম্যাচ খেলতে পারি তাহলে আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।'

শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে তিনি বলেন, 'এটা নিয়ে সন্দেহের তো কিছু ছিল না আমার মনে হয়। কোনও ইমার্জেন্সি থাকলে সেটা অন্য জিনিস। অবশ্যই খেলবো।’

মোহামেডানের মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে খেলছেন শেখ জামালের হয়ে। এবার সাকিব আল হাসানকেও অন্য ক্লাবে খেলার অনুমতি দিয়েছে মোহামেডান। মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন তিনি।

এর আগে সাকিবের ডিপিএলে খেলা নিয়ে মোহামেডানের পরিচালক এ জি এম সাব্বির জানিয়েছিলেন, ‘আমরা আগামী বছরের জন্য সাকিবকে রিটেইন করব। এটা সমঝোতার ভিত্তিতেই হয়েছে। পরের মৌসুমে সাকিব আমাদের দলের হয়েই খেলবে। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে, এটাকে বিবেচনায় নিয়ে আমরা ওকে খেলার অনুমতি দিয়েছি। ’

জেডআই/

আর্কাইভ