• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সুপার লিগে মাশরাফির সতীর্থ সাকিব

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ১০:৪৬ পিএম

সুপার লিগে মাশরাফির সতীর্থ সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটারকে নিয়ে দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সুপার লিগে উঠতে পারেনি দেশের ঐতিহ্যবাহি ক্লাবটি। কারণ দলটির হয়ে মাঠেই মাঠতে পারেননি মুশফিক, সাকিব, মিরাজ ও তাসকিন।

জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত সময় পার করেছেন তারা। সফর শেষ করে যখন দেশে ফেরার মুহুর্তে রবিন রাউন্ড পর্ব থেকে ছিটকে গেছে মোহামেডান। সাদা কালো দলটির হয়ে একটি ম্যাচও না খেলায় কিছুটা সুবিধা হয়েছে মুশফিক, সাকিব, মিরাজ ও তাসকিনের।

মোহামেডান বাদ পড়ায় একই দলে খেলতে দেখা যাবে সাকিব-মাশরাফিকে। মোহামেডানের তারকা সাকিব আল হাসানকে দলে টেনেছে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ। সাকিবের রূপগঞ্জে যাওয়ার খবরটি নিশ্চিত করেন মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির।

তারকাবহুল দল গড়েও তাদের খেলাতে পারেনি মোহামেডান। যখন খেলানোর সুযোগ আসছে তখন দেখা গেল মোহামেডান নিজেই খেলার বাইরে। তবে মোহামেডান তারকাদের লিগ খেলা থেকে বঞ্চিত করছে না। দেশসেরা অলরাউন্ডার মোহামেডানের হয়ে একটি ম্যাচেও খেলতে না পারলেও এবার তাকে দলে টেনেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন লিজেন্ডস অফ রূপগঞ্জ।

এর আগে মোহামেডানের অপর দুই তারকা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে দলে টেনেছে লিগের শীর্ষ দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

সাকিব আল হাসান এই মৌসুমে মোহামেডানের সঙ্গে খেলার জন্য চুক্তি করেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং তার পারিবারিক অসুবিধার কারণে কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বাকি চার ম্যাচের জন্য সাকিবকে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ছেড়ে দিয়েছে মোহামেডান। ফলে আগামী ম্যাচগুলোতে সাকিব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে মাশরাফির নেতৃত্বে দুর্দান্ত খেলছে লিজেন্ড অফ রূপগঞ্জ। ৮ ম্যাচে ৬ জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দুইয়ে থাকা প্রাইম ব্যাংকের পয়েন্ট রূপগঞ্জের সমান ১২ হলেও তারা এগিয়ে রানরেটে। তবে প্রাইম ব্যাংক ম্যাচ খেলেছে একটি বেশি।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ