• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ব্যাটে-বলে আইসিসির সেরা তালিকায় মমিনুল

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ১২:২০ এএম

ব্যাটে-বলে আইসিসির সেরা তালিকায় মমিনুল

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ধোলাই হওয়ায় সমালোচকদের নিশানায় অধিনায়ক মুমিনুল হক। দুই ম্যাচের টেস্ট সিরিজে তার রান সর্বমোট ১৩! পাশাপাশি নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।  এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে অলরাউন্ড পারফরম্যান্সের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সোমবার (১৮ এপ্রিল) প্রকাশিত পাঁচজনের তালিকায় আছেন মুমিনুল হক। 

বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছাড়াও আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে মুমিনুলের দুর্দান্ত পারফরম্যান্সেই তাকে এই তালিকায় ঠাঁই দিয়েছে। 

প্রোটিয়া সিরিজ খারাপ গেলেও নিউজিল্যান্ড সফরে উজ্জ্বল ছিল বাংলাদেশ। তাদের মাটিতে ঐতিহাসিক জয়ের ওই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মমিনুল। প্রথম ইনিংসে মমিনুলের ২৪৪ বলে ৮৮ রান বাংলাদেশকে পথ দেখিয়েছিল। এর আগে বল হাতে ১২২ রান করে ফেলা ডেভন কনওয়ে ও ৭৫ রান করা হেনরি নিকোলসের উইকেট নিয়ে কিউইদের বিপদে ফেলেন। শেষ পর্যন্ত বাংলাদেশের ৮ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সময়ও ক্রিজে ছিলেন মমিনুল। সব মিলিয়ে টাইগার অধিনায়কের পারফরম্যান্স নজর কেড়েছে আইসিসির।

আরআই
আর্কাইভ