• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আইপিএল : জৈব সুরক্ষায় আস্থা নেই অস্ট্রেলীয় ক্রিকেটারের

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৯:১৩ পিএম

আইপিএল : জৈব সুরক্ষায় আস্থা নেই অস্ট্রেলীয় ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের তাণ্ডবলীলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে মানুষ। সারি সারি জ্বলছে চিতা। এমন মৃত্যুপুরীতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে চলছে আইপিএল। এই সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যাডাম জাম্পা।

এরই মধ্যে ভারতের সঙ্গে তাদের আকাশপথ যোগাযোগ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য তার আগেই আইপিএল ছেড়ে দেশে পাড়ি জমিয়েছেন অজি স্পিনার।

সেখান থেকেই তিনি বলেন, ‘ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। আমি একাদশে সুযোগ পাচ্ছিলাম না। প্রতিদিন অনুশীলন করছিলাম। আকাশ যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছিল। জৈব সুরক্ষা বলয়ের চাপ ছিল। আমার মনে হলো, এটাই সেরা সময় নিজেকে সরিয়ে নেয়ার।

ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে অ্যাডাম জাম্পা বলেন, ‘বেশ কিছু সুরক্ষা বলয়ে থেকেছি, তবে এবারেরটাই সবচেয়ে দুর্বল। ভারতে আসার আগে আমাদের স্বচ্ছতার বিষয় মাথায় রাখতে বলা হয়। বার অতিরিক্ত সচেতন থাকতে হচ্ছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনেক সুরক্ষিত ছিলাম আমরা। আমার মতে, এবারেও ওখানে হলেই ভালো হতো। তবে রাজনৈতিক ব্যাপারও থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে এখানে। ক্রিকেট বিশ্বে পরবর্তী আলোচনার বিষয় হয়ে উঠবে ওটাই। মাস দেরি আছে যদিও।

জাম্পার পরিবারের এক সদস্য মৃত্যুশয্যায়। বিষয়ে অস্ট্রেলীয় স্পিনার বলেন, ‘অনেকে বলছে ক্রিকেট মানুষকে আনন্দ দেবে। যার বাড়ির লোক মৃত্যুশয্যায়, সে ক্রিকেট নিয়ে ভাববেই না।

জেডআই/এম. জামান

আর্কাইভ