• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এশিয়া কাপ ইস্যুতে শ্রীলঙ্কাকে আল্টিমেটাম এসিসির

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১০:৫৮ পিএম

এশিয়া কাপ ইস্যুতে শ্রীলঙ্কাকে আল্টিমেটাম এসিসির

ক্রীড়া ডেস্ক

চলতি বছরের ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কার মাটিতে বসার কথা রয়েছে এশিয়া কাপের আসর। কিন্তু দ্বীপ রাষ্ট্রটিতে বর্তমানে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। ফলে দেশটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে।

টুর্নামেন্টটি অন্য কোথাও সরিয়ে নেয়ার কথা ভাবছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে লঙ্কান বোর্ডকে ২৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এশিয়ার ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এর ভেতরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে শ্রীলঙ্কাকে।

২০১৮ সালে আরব আমিরাতে সবশেষ অনুষ্ঠিত হয় এশিয়া কাপ ক্রিকেট। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এশিয়া কাপ। কিন্তু শ্রীলঙ্কায় বর্তমান যা পরিস্থিতি, দুই বেলার অন্ন যোগান দিতেই নাভিশ্বাস উঠছে সাধারণ জনগণের।

দিনকে দিন বেড়েই চলেছে মুদ্রাস্ফীতি। সরকারের বিরুদ্ধে রাজপথে চলছে বিক্ষোভ। এতে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, সনাৎ জয়সুরিয়ার মতো সাবেক ক্রিকেটাররাও অংশ নিয়েছেন।

শ্রীলঙ্কায় ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু কোভিডের কারণে পিছিয়ে যায় সূচি। দেশটির বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এসিসি। লঙ্কান বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এসিসির একটি সূত্র বলেছে, ‘বর্তমান যা পরিস্থিতি তাতে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে কি না বলা মুশকিল। আমি যতটুকু জানি, তারা (লঙ্কান বোর্ড) এ ব্যাপারে এখনও আশাবাদী। সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট সময় হাতে রয়েছে। তবে এটাও ঠিক প্রটোকল অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্তটা জানাতে হবে তাদের।

শ্রীলঙ্কা নাবললে টুর্নামেন্টটি অন্যত্র সরিয়ে নেবে এসিসি। বিকল্প আয়োজক হিসেবে এরই মধ্যে বাংলাদেশের নাম উঠে এসেছে। কিছুদিন আগে এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, এশিয়া কাপ যদি শ্রীলঙ্কা আয়োজন করতে না পারে আর আমাদেরকে প্রস্তাব করা হয় তখন ভেবে দেখবো।

বাংলাদেশ সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করেছিল ২০১৬তে। ওই টুর্নামেন্টও হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে ২০১৮তে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে হয় সবশেষ আসর। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচটিতে বাংলাদেশকে ৩ উইকেট হারিয়ে সপ্তম শিরোপা জেতে ভারত।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ