• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

রোনালদোর হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৭:২১ পিএম

রোনালদোর হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

খারাপ সময় পিছনে ফেলে পুরনো রুপে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নরউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফেরালেন পর্তুগিজ তারকা। সেই সঙ্গে ক্লাব ফুটবল ক্যারিয়ারে হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরি করে ফেললেন সিআর সেভেন।

দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের পর মিশ্র পারফরম্যান্স করে যাচ্ছিলেন রোনালদো। এক ম্যাচ জেতেন তো পরের ম্যাচ হারেন। এতে নিজ সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছে সমালোচনা। এমন অবস্থার মধ্যেই শনিবার (১৬ এপ্রিল) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নরইউচের বিপক্ষে করেছেন দারুণ এক হ্যাটট্রিক।

আর এতেই পূরণ করলেন ক্লাব ক্যারিয়ারে নিজের অর্ধশত হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৩-২ গোলে। চলতি মৌসুমে ম্যানইউর হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন রোনালদো। এর আগে প্রথম মেয়াদে রেড ডেভিলদের হয়ে করেছিলেন আরও একটি হ্যাটট্রিক। এছাড়া ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৪ বার এবং জুভেন্টাসের জার্সিতে তিনবার করেছেন তিনটি করে গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা এখন ৬০।

ওল্ড ট্র্যার্ফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ রোনালদোর হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। গত দুই ম্যাচে ড্র এবং হারের পর আবার জিতল তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের সব প্রতিযোগিতা মিলিয়ে যাচ্ছে খারাপ সময়। গত ১৩ ম্যাচে এটি চতুর্থ জয়। দলের বাজে সময়ে স্বস্তির জয়ে ৭, ৩৬ ও ৭৬ মিনিটে তিন গোল করে নায়ক রোনালদো।

প্রথমার্ধে দুই গোল দিয়ে দলকে এগিয়ে রেখেছিলেন তিনি। বিরতির পর প্রতিপক্ষ সমতা আনলে দারুণ ফ্রি-কিকে ফের গোল পান অন্যতম সেরা এই ফুটবলার। এই জয়ে লিগে পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এলো ম্যানইউ। সেই সঙ্গে  আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ইংলিশ জায়ান্টরা।

জেডআই/এএল

আর্কাইভ