• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ইমরান খানকে নিয়ে যা বললেন সাবেক স্ত্রী

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ১১:১২ পিএম

ইমরান খানকে নিয়ে যা বললেন সাবেক স্ত্রী

ক্রীড়া ডেস্ক

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। কিন্তু মেয়াদ পুর্তির আগেই জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সাবেক এ প্রধানমন্ত্রীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন সাবেক স্ত্রী লন্ডন প্রবাসী সাংবাদিক রেহাম খান।

অনাস্থা ভোটের আগে সাবেক স্বামীকে বিভ্রমে ভোগা মানসিক অসুস্থ বলে আক্রমণ করেছিলেন তিনি। এবার বললেন, ‘ইমরানের বরং বলিউডে চেষ্টা করা উচিত। কমেডি শোতে সিধুর জায়গাটা ফাঁকা রয়েছে। সেখানে ইমরানকে বেশ ভালই মানিয়ে যাবে।

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সাংবাদিক রেহাম বলেন, ‘ওর বলিউডে চেষ্টা করা উচিত। হাস্যকৌতুকে ওর যথেষ্ট পারদর্শিতা আছে। একটি কমেডি শোতে পাজির (নভজ্যোৎ সিংহ সিধু) জায়গাটা ফাঁকা রয়েছে। ইমরানকে সেখানে স্বচ্ছন্দে মানিয়ে যাবে। সিধুর সঙ্গে ওর খুব ভাল সম্পর্ক। আর শুনলাম ইদানীং নাকি ইমরান কবিতা লিখছেন।

এর আগে একাধিকবার রেহাম ইমরানকে আক্রমণ করেছেন। কোনও বারই রেহামের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানাননি ইমরান। সম্প্রতি অনাস্থাভোটের ঠিক আগে রেহাম দাবি করেছিলেন, ‘ইমরান বিভ্রমে ভোগেন। কারও পরামর্শ শোনা ওর ধাতে নেই। যদি সুপরামর্শ শুনতেন তা হলে হয়তো আমরা এখনও বিবাহিতই থাকতাম। হয়তো অন্যরাও ওকে ছেড়ে যেতেন না। কিন্তু ও সব ওর রক্তে নেই।

উল্লেখ্য, হাজার চেষ্টা করেও পাকিস্তানে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে এড়াতে পারেনি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। বহু টানাপড়েন শেষে অনাস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরইমধ্যে সদ্য সাবেক পাক প্রধানমন্ত্রীকে বলিউডে নামার প্রস্তাবদিলেন প্রাক্তন স্ত্রী রেহাম।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ