• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এক ধাপ এগিয়ে শাহীনের আগে টাইগার নাসুম

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৫:৪০ পিএম

এক ধাপ এগিয়ে শাহীনের আগে টাইগার নাসুম

ক্রীড়া ডেস্ক

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাসুম টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন। টাইগার স্পিনার নাসুম আহমেদের আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বর্তমান রেটিং ৬৩৭। তার পরেই অবস্থান করছে পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির। তার রেটিং পয়েন্ট ৬৩৮।

অভিষেকের পর থেকেই নির্ভরযোগ্য বোলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত খেলছেন নাসুম। বিশ্বসেরা সব বাঘা বাঘা ব্যাটসম্যানকে ঘায়েল করে দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ সফল ছিলেন।

এদিকে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। তবে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এক ধাপ নিচে নেমে চলে এসেছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

মালয়েশিয়া ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে দশ ধাপ এগিয়ে গেছেন দীপেন্দ্র সিং। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন দ্বিতীয় স্থানে।

আরআই-এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ