• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

র‍্যাংকিংয়ের তিন সংস্করণেই শাহিনের রাজ

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৪:০৬ পিএম

র‍্যাংকিংয়ের তিন সংস্করণেই শাহিনের রাজ

ক্রীড়া ডেস্ক

শাহিন আফ্রিদির সময়টা বর্তমানে বেশ ভালো যাচ্ছে। ক্রিকেটের তিন সংস্করনের দুটিতেই সেরা দশে থাকা এই পাকিস্তানি পেসার এবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দশে উঠে এসেছেন। ওয়ানডেতে সাতে ও টেস্টে চারে থাকা শাহিন এবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দশে জায়গা করে নিয়েছেন।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেওয়ার পর টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। দুইয়ে আদিল রশিদ।

যথারীতি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করাম দুইয়ে। আর মোহাম্মদ রিজওয়ান রয়েছেন তিন নম্বরে। এক নম্বর অলরাউন্ডারের স্থান ধরে রেখেছেন আফগান তারকা মোহাম্মদ নবি। সাকিব আল হাসান রয়েছেন তালিকার দুইয়ে।

আরআই-এএল
আর্কাইভ