• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কোহলিরা শিরোপা না জেতা পর্যন্ত বিয়ে নয়

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০২:১৯ এএম

কোহলিরা শিরোপা না জেতা পর্যন্ত বিয়ে নয়

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের চৌদ্দ আসরে একবারও শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর তা নিয়ে  সমর্থকদেরও হতাশার শেষ নেই। সর্বশেষ চেন্নাইয়ের বিপক্ষেও জিততে পারেনি বিরাট কোহলিরা। তবে এ ম্যাচে ঘটেছে এক মজার ঘটনা। বেঙ্গালুরু এক নারী সমর্থক পোস্টার হাতে নিয়ে ম্যাচ দেখতে এসেছিলেন।

সেই নারী সমর্থকের হাতে যে পোস্টার ছিল তাতে লেখা - আরসিবি যতদিন পর্যন্ত আইপিএল শিরোপা না জেতে, ততদিন পর্যন্ত তিনি বিয়ে করবেন না। সেই নারীর পোস্টার এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচের মাঝে সেই নারী সমর্থকের হাতের পোস্টার বারবার দেখাচ্ছিলেন সম্প্রচারকারী টিভি চ্যানেলের ক্যামেরাম্যান।

বেঙ্গালুরুর শিরোপা না জেতা নিয়ে আলোচনা অবশ্য আরও আগেই শুরু হয়েছে। এই জেরে এই মৌসুম থেকে দলের নেতৃত্বও বদলেছে। মৌসুম শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তিনি আর বেঙ্গালুরুর অধিনায়কত্ব করছেন না। এই মৌসুম থেকে দলটির দায়িত্ব সামলাচ্ছেন ফাফ ডু প্লেসি।

ডু প্লেসির নেতৃত্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। পয়েন্ট তালিকা দলটির অবস্থান ৫ নম্বরে। ওই নারী সমর্থককে বিয়ের সিদ্ধান্ত নিতে তাই আর কটাদিন অপেক্ষা করতে হবে। বিয়ের তারিখ পেছাবে কি না মৌসুম শেষেই তা বোঝা যাবে।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ