• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রহমত উল্লাহর সেঞ্চুরি, সাবিরের হ্যাটট্রিক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০১:৩৩ এএম

রহমত উল্লাহর সেঞ্চুরি, সাবিরের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজন শক্তিশালী পাইপ লাইন। যার মূলে রয়েছে স্কুল ক্রিকেট। যেখানে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজ দলের প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলাম, খালেদ মাহমুদসহ জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। সে লক্ষ্য সামনে রেখে এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে একের পর এক নৈপুন্য প্রদর্শন করে চলেছে আগামী দিনের সাকিব-তামিমরা।

জাতীয় স্কুল ক্রিকেটে বুধবার (১৩ এপ্রিল) সেঞ্চুরি হাঁকিয়েছেন নারায়ণগঞ্জ পাগলা হাই স্কুলের রহমত উল্লাহ। একই দিন হ্যাটট্রিক করেছেন নওগাঁর আল সাবির।

রহমত উল্লাহর অনবদ্য সেঞ্চুরিতে পাগলা হাই স্কুল ১৪৬ রানে আড়াইহাজার স্কুলকে হারিয়েছে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসে সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান। ৬০ বলে ১৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০৪ রান করে অপরাজিত ছিলেন রহমত উল্লাহ। তার দল ৭ উইকেট ২৭৪ রান করে। আড়াইহাজার স্কুল ১৩৮ রানে অলআউট  হয়।

নওগাঁয় জিলা স্কুল ১ উইকেটে ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে পরাজিত করেছে। ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ১৫৪ রানে অলআউট হয়। আল সাবির হ্যাটট্রিক করেছেন, টানা ৪ বলে ৪ উইকেট নিয়েছেন তিনি। জবাবে ২৮ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান করে জিলা স্কুল।

চাঁদপুরে বাবুরহাট স্কুলের বিপক্ষে মধুসূদন উচ্চ বিদ্যালয়ের তুষার ৫৯ রান করেন। একই দলের মারুফ ১১ রানে ৬ উইকেট নিয়েছেন। ম্যাচে মধুসূদন স্কুল ১৫৫ রানে জয়লাভ করে। ঢাকায় আগানগর হাই স্কুলের হাসান ৫৬ রান করেন। ম্যাচে তার দল রেডিও কলোনি স্কুলকে ৮ উইকেটে হারিয়েছে।

ফরিদপুরে চরটেপাখোলা স্কুলের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন লাবিব। ম্যাচে তার দল পুলিশ লাইন স্কুল ৬ উইকেটে জয়লাভ করে। ফেনীতে ছাগলনাইয়া সরকারি পাইল বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন ৫২ বলে ৬১ রান করেন। ম্যাচে তার দল ফেনী সরকারি পাইলট স্কুলকে ৩ উইকেটে হারিয়েছে। গাজীপুরে রানী বিলাসমনি স্কুলের শ্রাবণ ৫৩ রান করেন। ম্যাচে তার দল বাঘেরবাজার স্কুলকে ৫০ রানে হারিয়েছে।

জামালপুর জিলা স্কুলের সিক্ত গোপ ৭৫ ও আলদ্বীন তাইব ৬৪ রান করেন। ম্যাচে জিলা স্কুল ১৪৯ রানে রাবেয়া ইসলাম স্কুলকে হারিয়েছে। খুলনায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাইফুদ্দিন মারুফ ৫৮ রান করেন। ম্যাচে তার দল নিউজ প্রিন্ট মিলস স্কুলকে ১৬৬ রানে হারিয়েছে। কুষ্টিয়ায় এস এইচ মুসলিম হাই স্কুলের বিপক্ষে লিমনের ৫ উইকেট শিকারের পরও তার দল জি কে হাই স্কুল ১৬১ রানে হেরেছে।

মাগুরায় আল রাব্বির ৭৭ রানের ইনিংসে কালেক্টরেট কলেজিয়েট স্কুল ২২৮ রান সংগ্রহ করে। জবাবে আব্দুর রহমানের ৬৭ রানের ইনিংসের পরও তার দল পুলিশ লাইন স্কুল ৯২ রানে হেরেছে। সিরাতুন্ন নবী ৫৭ রানের ইনিংসের কল্যাণে নওগাঁ জিলা স্কুল ১ উইকেটে ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে পরাজিত করে।

নড়াইলে মেহরাবের ৫ উইকেট শিকারের পরও তার দল লোহাগড়া উচ্চ বিদ্যালয় ৬৮ রানে হেরেছে হাবোখালী উচ্চ বিদ্যালয়ের কাছে। শরিয়াতপুরে শাকিলের ৫০ রানের কল্যাণে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় ৯২ রানে বেড়া চিকন্দি উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।

সিলেটে ইয়াশের ৩১ রানে ৬ উইকেট শিকারের কল্যাণে খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল ৩ উইকেটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। নাহিম ১৭ রানে ৫ উইকেট নিলেও তা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হারে এড়ানোর জন্য যথেষ্ট ছিলনা।

হবিগঞ্জে তানভীরের ৭৩ ও আহমেদ রাহুলের ৬৯ রানের কল্যাণে রিচি হাই স্কুল ১৩৪ রানে জে কে এন্ড এইচ কে স্কুলকে পরাজিত করেছে। রাজশাহীতে মেহের চন্ডী স্কুলের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন লোকনাথ স্কুলের মাহিম। সুবাদে তার দল ৬ উইকেটে জয়লাভ করেছে।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ