• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মোস্তাফিজ জানতেন না তিনি আইপিএলে

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৯:৫৭ পিএম

মোস্তাফিজ জানতেন না তিনি আইপিএলে

ক্রীড়া ডেস্ক

সেই ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে ডাক পাওয়া। তারপর থেকে বরাবরই দলগুলোর আগ্রহ দেখা গেছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে। ফলে পাঁচ আসরে চারটি ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন। সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে শুরু। নিজের প্রথম আইপিএলেই দলকে শিরোপা এনে দেন মোস্তাফিজ, হন প্রথম বিদেশি হিসেবে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়।

দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। কোয়ারেন্টিন জটিলতায় মোস্তাফিজ প্রথম ম্যাচে খেলতে না পারলেও পরের তিন ম্যাচেই খেলেছেন।

আলো ছড়িয়ে যাচ্ছেন বল হাতে। নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে চার ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। পরের দুই ম্যাচে উইকেট না পেলেও করেছেন কিপটে বোলিং।

অথচ মোস্তাফিজ নাকি জানতেনই না আইপিএলে দল পাওয়ার বিষয়টি। প্লেয়ার্স ড্রাফটের দিন বিপিএলের ম্যাচ থাকায় জানতেন না কোন দলে নেওয়া হয়েছে তাকে।

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। যেখানে তিনি বলেছেন, ‘অকশনের (নিলাম) ওই সময় আমি দেখিনি। বিপিএলে আমাদের খেলা চলছিল ওই সময়। আমাদের দল ব্যাটিং করছিল, আমি ডাগআউটে ছিলাম। তখন একজন আমাকে বলে যে, ফিজ তুই দিল্লি ক্যাপিটালসে। এর আগে তিনটি দলে খেলেছি, এবার নতুন আরেকটি দলে ভাল লাগছে।’

চলতি আইপিএলে নতুন দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে মোস্তাফিজ বলেন, ‘অভিজ্ঞতা বলতে এখানে অনেকের সঙ্গে আমি কম-বেশি খেলেছি। এক সঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন, কিংবা আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভাল অভিজ্ঞতা।’

দল হারলেও প্রতিটি ম্যাচেই উজ্জ্বল মোস্তাফিজের পারফর্ম। যে কারণে বাহবা পাচ্ছেন কোচদের কাছ থেকে। প্রতি ম্যাচ শেষে দলের সেরা পারফরমারকে একটি স্বারক লোগো উপহার দেন হেড কোচ রিকি পন্টিং। এই পুরস্কার পেয়েছেন মোস্তাফিজও।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে মোস্তাফিজ বলেন, ‘এটা শুধু আমার জন্য না প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি আর জিতি, আপনি যদি ভাল পারফর্ম করেন...। ড্রেসিংরুমে সবার সামনে ভাল ভাল কথা বা যে যেদিন ভাল করছে সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, আমার মনে হয় খুবই ভাল এটা।’

বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্য করে মোস্তাফিজ বলেছেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভাল খেলা উপহার দিতে পারি। আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন। আরও ভাল খেলা যেন আমরা উপহার দিতে পারি।’

আরআই/এএল
আর্কাইভ