প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৯:২২ পিএম
এক সময় ক্রিকেটের বাইশগজে রাজত্ব
করেছেন। বিশ্বের বাঘা বাঘা ব্যাটারকে বোল্ড আউট করেছেন। পাকিস্তানকে জিতিয়েছেন
বিশ্বকাপ শিরোপা। এবার রাজনীতির মারপ্যাঁচে পড়ে সেঞ্চুরির (মেয়াদ পূর্তি) আগেই
বোল্ড আউট হয়ে গেলেন। বলছি পাকিস্তানের সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের
কথা।
সপ্তাহজুড়ে নাটকীয়তার পর শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে মেয়াদ পূর্তির আগেই ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া ইমরান।
অবশ্য তিনি আগেই বুঝে গিয়েছিলেন সরকার টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই ভোটাভুটি শুরুর কয়েক ঘণ্টা আগেই প্রধানমন্ত্রীর বাসভবন খালি করে দিয়েছিলেন ইমরান খান। এমনকি ন্যাশনাল অ্যাসেম্বলিতে যখন ভোটাভুটি চলছে সেখানেও সশরীরে হাজির থাকতে দেখা যায়নি পাকিস্তানের সদ্য সাবেক হওয়া এ প্রধানমন্ত্রীকে।
নিজে হাজির ছিলেন না ঠিকই। কিন্তু তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মন্ত্রীরা আস্থাভোটে হাজির থেকে ইমরানের হয়ে গলা ফাটিয়েছেন। তবে ভোটাভুটি শুরু হতেই ওয়াকআউট করেন তারা।
পাকিস্তানের স্থানীয় সময় রাত ১টা নাগাদ আস্থাভোট শুরু হয়। বিরোধী দলের সব সদস্য হাজির ছিলেন। সরকারপক্ষও হাজির ছিল। কিন্তু রণে ভঙ্গ দিয়েছিলেন খোদ ‘ক্যাপ্টেন’ই। ৩৪২ আসনের অ্যাসেম্বলিতে ১৭৪টি ভোট ইমরানের বিপক্ষে যায়। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ক্ষমতাচ্যুত হন ‘ক্যাপ্টেন’।
জেডআই/এফএ