• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

জাতীয় স্কুল ক্রিকেটে ফিদানূরের ৬ উইকেট

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০১:৫৮ এএম

জাতীয় স্কুল ক্রিকেটে ফিদানূরের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে নজর কাড়লেন নারায়ণগঞ্জের এ এ ফিদানূর। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আড়াইহাজার সরকারি মডেল হাই স্কুলের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে পাদ প্রদীপের আলোয় উঠে এলেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের এ বোলার।

এদিন বিভিন্ন ম্যাচে জয় পেয়েছে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, বরিশাল জিলা স্কুল, আলীনগর উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট পুলিশ লাইন স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল ও সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়।

নারায়ণগঞ্জ জেলার ম্যাচে ফিদানূর ও মাসুমের বোলিং তাণ্ডবে জয় পেয়েছে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়। দুই বোলার আড়াইহাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইনিংস ১০২ রানে গুটিয়ে দেয়ার কাজে নেতৃত্ব দেন। ফিদানূর ৩৫ রানে ৬ উইকেট নেন; মাসুম ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন। জবাবে ৩২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাইলট উচ্চ বিদ্যালয়।

বরিশাল জেলার ম্যাচে চড়বাড়িয়া উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল জিলা স্কুল। মো. অহিন ১৩ রানে ৪ উইকেট নিয়ে চড়বাড়িয়াকে ৫৬ রানে অলআউট  করায় নেতৃত্ব দেন। জবাবে ৬.১ ওভারে জয় নিশ্চিত করে বরিশাল জিলা স্কুল।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যাচে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়েছে আলীনগর উচ্চ বিদ্যালয়। ১৯.৩ ওভারে ১০৭ রানে অলআউট  হয় নবাবগঞ্জ। ১৯ রানে ৩ উইকেট নেন রেদোয়ান। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে প্রয়োজনীয় ১০৮ রান তুলে নেয় আলীনগর।

জয়পুরহাট জেলার ম্যাচে দোলনের ব্যাটিং ঝড়ে আর বি উচ্চ বিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়েছে পুলিশ লাইন স্কুল। প্রথমে ব্যাট করা আর বি উচ্চ বিদ্যালয় ১৪৮ রানে অলআউট  হয়। অনিক বাবু ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে দোলনের ৩৩ বলে ৫৯ রানের কল্যাণে ১৬.২ ওভারে জয় নিশ্চিত করে পুলিশ লাইন স্কুল।

ময়মনসিংহ জেলার ম্যাচে জয় পেয়েছে স্থানীয় জিলা স্কুল। দলটি গভঃ ল্যাবরেটরি হাই স্কুলকে ৫ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করা গভঃ ল্যাবরেটরি স্কুল ৩২.৩ ওভারে ১২১ রানে অলআউট  হয়। আয়ান ৩ উইকেট এবং ত্বকি ও জয় ২ উইকেট করে নেন। জবাবে ২৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করে জিলা স্কুল।

সিলেট জেলার ম্যাচে দ্য এইডেড হাই স্কুল স্কুলকে ৩ উইকেটে হারিয়েছে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়। প্রথমে ব্যাট করা এইডেড স্কুল ৩৪ ওভারে ১১৪ রানে অলআউট  হয়। জবাবে বিজয়ের ৪৩ রানের ইনিংসের কল্যাণে ৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে হাতিম আলী উচ্চ বিদ্যালয়।

জেডআই/

আর্কাইভ