• ঢাকা মঙ্গলবার
    ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

রোজা রেখে হ্যাটট্রিক করলেন বেনজেমা

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৮:৪৩ পিএম

রোজা রেখে হ্যাটট্রিক করলেন বেনজেমা

ক্রীড়া ডেস্ক

ইউরোপের ফুটবলারদের রোজা রাখার প্রসঙ্গটি প্রতিবছরই আসে। প্রতি রমজানেই তো তাদের খেলতে হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চ্যাম্পিয়ন্স  লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচের দুদিন আগে বেনজেমা বলেছিলেন, রোজা রেখেই ফুটবল খেলবেন তিনি। রোজা রেখে ম্যাচ খেলতে তার কষ্ট হয় না, বরং রোজা তাকে আলাদা শক্তি দেয়।

কথামতো চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ম্যাচের দিন রোজা রেখেছিলেন বেনজেমা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ইফতার করেন এ ফরাসি কিংবদন্তি।ম্যাচে বেনজেমার মধ্যে দেখা যায়নি ক্লান্তির ছাপ। বরং প্রাণপ্রাচুর্যে চনমনে বেনজেমা ম্যাচজুড়ে খেলেছেন দুর্দান্ত ফুটবল।

প্রথমার্ধের ২১ মিনিটে প্রথম গোল করা বেনজেমা শেষ পর্যন্ত করেছেন হ্যাটট্রিক। এমন দুর্দান্ত খেলে বেনজেমা বলছেন, দৈনন্দিন কাজে প্রভাব ফেলে না রোজা, বরং এটা একটা দারুণ অনুভূতি দেয় তাকে।

গতকাল চেলসির বিপক্ষে হ্যাটট্রিকের আগে বেনজেমা হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পিএসজির বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার বেনজেমা। তার আগে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

জেডআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ