• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে বেনজেমা

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৭:৩০ পিএম

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে বেনজেমা

ক্রীড়া ডেস্ক

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক গোল করে চলেছেন ফরাসি এ তারকা। প্রায় প্রতি ম্যাচে দলকে জেতাচ্ছেন তিনি। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল করেছেন বেনজেমা। এক আসরে যা অন্য কোনো ফ্রেঞ্চ ফুটবলার করতে পারেননি।

বুধবার (৬ এপ্রিল) রাতে স্টামফোর্ড ব্রিজে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে প্রথম জয় পেল রিয়াল। স্প্যানিশ ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। ম্যাচ শেষে প্রশংসায় ভাসছেন এই ফরাসি তারকা।

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড বলেছেন, ৩৪ বছর বয়সী বেনজেমা বিশ্বের সেরা নাম্বার নাইন। সে অন্য এক লেভেলের। সে গোল করে, গোল করায়, মাঠের খেলায় সমন্বয় ঘটায়।

চেসলির সাবেক মিডফিল্ডার জো কোল বলেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতি করছে বেনজেমা। এই মুহূর্তে ব্যালন ডিঅর জয়ের ক্ষেত্রে সে অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে।

ফ্রান্সের হয়ে এর আগে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে আট গোল করেছেন তিনজন। ২০২০-২১ মৌসুমে পিএসজির হয়ে আট গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সেভিয়ার হয়ে আট গোল করেন উইসাম বেন ইয়াদের এবং ২০০১-০২ মৌসুমে জুভেন্টাসের হয়ে আট গোল করেছিলেন ডেভিড ত্রেজগুয়েত।

এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৮০ গোল পার করলেন বেনজেমা। ৮২ গোল করা বেনজেমার চেয়ে এগিয়ে আছে আরও তিন ফুটবলার। ১৪১ গোল নিয়ে সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনালদো, ১২৫ গোল নিয়ে পর্তুগিজ তারকার পরেই রয়েছেন লিওনেল মেসি। ৯২ গোল নিয়ে তার পরে আছেন রবার্তো লেভানডস্কি।

জেডআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ