• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

এক সেঞ্চুরিতে ৩৭ ধাপ উন্নতি জয়ের

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০২:০৫ এএম

এক সেঞ্চুরিতে ৩৭ ধাপ উন্নতি জয়ের

ক্রীড়া ডেস্ক

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বাংলাদেশের বড় প্রাপ্তি মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক হাঁকান তরুণ এ ব্যাটার। তার পুরস্কারও হাতেনাতেই পেয়েছেন তিনি। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়েছেন জয়।

বুধবার (৬ এপ্রিল) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কর্তৃক প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন এ টাইগার ব্যাটার। তবে ব্যাট হাতে ব্যর্থতায় পিছিয়ে গেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল। ৭ ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে নেমে গেছেন তিনি। ডারবান টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২ রান করেছেন তিনি। যার প্রভাব পড়ল র‌্যাংকিংয়ে। দুঃসংবাদ আছে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের জন্যও। ৭ ধাপ নিচে নেমে ২৮ নম্বরে আছেন এ উইকেটরক্ষক ব্যাটার। দুই ধাপ পিছিয়ে গেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিনি অবস্থান করছেন ১৭ নম্বরে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনই সবচেয়ে বেশি এগিয়ে আছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অধিনায়ক ডিন এলগার। তিন ধাপ এগিয়ে তালিকার ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে শীর্ষ দশ ব্যাটারের জায়গায় কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। দুইয়ে আছেন তার সতীর্থ মার্নাস লাবুশেন।

টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের ৯ ধাপ উন্নতি হয়েছে। তবু তার অবস্থান ৭৯তম। আর দুই ধাপ এগিয়ে ৯১ নম্বরে উঠে এসেছেন তার সতীর্থ তাসকিন আহমেদ। ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের অবস্থান ২৪ নম্বরে।

বোলারদের র‌্যাংকিংয়েও শীর্ষস্থানে বদল আসেনি। সবার ওপরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দুইয়ে জসপ্রীত বুমরা। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি উঠে এসেছেন তিন নম্বরে।

জেডআই/ডা

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ