• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

জন্মভূমির টানে চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ১১:৪৯ পিএম

জন্মভূমির টানে চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান

ক্রীড়া ডেস্ক

শিশুকালে চেলসির একাডেমিতে দীক্ষা নিলেও তিন বছর আগে জন্মভুমি জার্মানির বায়ার্ন মিউনিখে যোগ দেন জামাল মুসিয়ালা। মিউনিখের হয়ে ইতিমধ্যে মধ্যমাঠে নিজেকে প্রতিভাধর তারকা হিসেবে প্রমাণ করেছেন তিনি। উঠতি এ তারকাকে দলে ভেড়াতে চেয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। তবে জন্মভূমির টানে চেলসির সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এ ফুটবলার।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের মোকাবেলা করবে বায়ার্ন। ম্যাচে উভয় দলের নজর থাকবে মুসিয়ালার উপর। জার্মান ক্লাবের প্রধান কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখসহ যে কোন দল তার উপস্থিতিতে সমৃদ্ধ হবে। নিজেকে জাহির করার কৌশলও তার বেশ ভালোভাবে জানা আছে। তিনি জানেন কিভাবে জায়গা তৈরি করতে হয়, দ্রত গতিতে একের পর এক খুব ভালো ড্রিবল করতে হয়।

গত মৌসুমে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে বায়ার্নের প্রথম একাদশে সুযোগ পাওয়া মুসিয়ালার একটি চোখ থাকে রক্ষণচেরা পাসের দিকে। স্টুটগার্টে জন্ম নেয়া এই তারকা শিশুকালে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে চেলসির একাডেমিতে যোগ দেন। ২০১৯ সালে বায়ার্নে যোগ দেয়ার আগে পর্যন্ত চেলসির একাডেমিতেই ছিলেন তিনি।

২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও তার নজর ছিল জার্মানির হয়ে খেলা। ২০২১ সালে চার ম্যাচে জার্মানির হয়ে খেলেছেন তিনি।

গত সেপ্টেম্বর জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুজ বলেছেন, মুসিয়ালা হয়ে উঠতে পারেন দ্বিতীয় নেইমার।আরবি লিপজিগের বিপক্ষে বায়ার্নের হয়ে বল নিয়ে তার গোল ও বল ড্রিবল ও পাস দেয়ার দক্ষতা দেখে এমন মন্তব্য করেছিলেন জার্মান কিংবদন্তি।

জেডআই/

আর্কাইভ