• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বদলে যাচ্ছে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্স

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ১১:১৫ পিএম

বদলে যাচ্ছে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্স

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের হোম অব ক্রিকেট বলতে বোঝানো হয় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামকে। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ২০১১ সালে নতুন করে সাজানো হয় এই ভেন্যুকে। সে সময় আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হয়েছিল প্রেসবক্সকে।

প্রায় এক যুগে কাজের অনুপোযোগী হয়ে উঠেছে শেরেবাংলার প্রেসবক্স। দীর্ঘ সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই প্রেসবক্সের সংস্কার করেনি। সামান্য বৃষ্টি হলে ভেতরে পানি পড়ে। ফলে সংবাদকর্মীদের বসার স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশেষে প্রেসবক্সের সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করেছে বিসিবি। আশা করা হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে কাজ শেষ হবে। কারণ ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রেসবক্সের সংস্কার কাজ নিয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমরা এরই মধ্যে পুরনো প্রেসবক্স ভেঙে নতুন ও আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছি। ডিজাইন চূড়ান্ত করেই কাজ শুরু হয়ে গেছে। আশা করি দ্রুতই কাজ শেষ হবে।

জেডআই/ডা

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ