প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৯:২৬ পিএম
২০২৩ সালে চীনে হতে যাচ্ছে
এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। খেলবে ২৪ দল। এর মধ্যে এশিয়ার শীর্ষ ১২ দল আগেই
চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। বাকি ১২ দল আসবে বাছাই পর্ব থেকে। সে লক্ষ্যে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
গেল মার্চে ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের অংশ হিসেবে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রতিপক্ষ যেমন চূড়ান্ত হয়নি, তেমনি দেশে না বিদেশের মাটিতে ম্যাচটি খেলবে, সেটাও নিশ্চিত হয়নি বলে গতকাল জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ 'ই'-তে বাংলাদেশ খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। জামাল ভূঁইয়াদের বাছাই পর্ব খেলতে হবে মালয়েশিয়ায় গিয়ে। বাংলাদেশের তিন প্রতিপক্ষই ফিফা র্যাাঙ্কিংয়ে বেশ এগিয়ে। বাংলাদেশ ১৮৮তে অবস্থান করছে। গ্রুপে থাকা বাহরাইন ৮৯, মালয়েশিয়া ১৫৪ ও তুর্কমেনিস্তান আছে ১৩৪তম স্থানে।
জেডআই/এফএ