• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কাউন্টি খেলবেন পাকিস্তানের সাত ক্রিকেটার

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ১০:০৩ পিএম

কাউন্টি খেলবেন পাকিস্তানের সাত ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

কাল বাদে পরশু মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইংলিশ কাউন্টি। সেখানে খেলতে যাচ্ছেন পাকিস্তানের সাত তারকা ক্রিকেটার। ইতিমধ্যে তাদের অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংলিশ কাউন্টি ২০২২ মৌসুমের জন্য অনাপত্তিপত্র পাওয়া সাত খেলোয়াড় হলেন- শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হ্যারিস রউফ, আজহার আলী, নাসিম শাহ ও জাফর গোহর।

মিডলসেক্সের হয়ে খেলবেন শাহীন আফ্রিদি। সাসেক্সের জার্সি পরে খেলবেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। উস্টারশায়ারের হয়ে খেলবেন আজহার আলি। পাকিস্তানের উঠতি তারকা  নাসিম শাহ ও জাফর গোহরকে দলে ভিড়িয়েছে গ্লুচেস্টারশায়ার। ভিড়িয়েছে শাদাব খান এবং হ্যারিস রউফ খেলবেন ইয়র্কশায়ারের হয়ে।

চলতি মৌসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের আসরটি ৭ এপ্রিল শুরু হয়ে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বছর জুনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পরের মাসে (জুলাই) দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান দল। জুলাইয়ের শেষে নেদারল্যান্ডস সফরের কথা রয়েছে বাবর আজমদের। এরপর ২৭ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়া কাপ। তাই আন্তর্জাতিক খেলা শুরু হলেই ক্রিকেটারদের দেশের হয়ে মাঠে নামতে হবে।

জেডআই/

আর্কাইভ