• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ম্যাথিউয়ের হ্যাটট্রিকে বড় জয় শেখ জামালের

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০১:৫৯ এএম

ম্যাথিউয়ের হ্যাটট্রিকে বড় জয় শেখ জামালের

ক্রীড়া প্রতিবেদক

১৫ দিনের বিরতি শেষে আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। দশম রাউন্ডের এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চিনেদু ম্যাথিউয়ের হ্যাটট্রিকে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

রবিবার (৩ এপ্রিল) বিকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। সুলাইমান সিল্লাহর পাস ধরে লক্ষভেদ করেন চিনেদু ম্যাথিউ। ৩৮তম  মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান কমান স্বাধীনতা ক্রীড়া সংঘের তুর্কোভিচ। ৬৭তম মিনিটে দারুণ এক গোলে হ্যাটট্রিক পূরণ করে ম্যাথিউ। এবারের লিগে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। এর আগে আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন, এমেকা ওগবাহ ও আমিরউদ্দিন শরিফি একটি করে হ্যাটট্রিক করেন। চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড করেন দুটি হ্যাটট্রিক।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। ১৪ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে সাইফ স্পোর্টিং।

জেডআই/

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ