• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এশিয়ান গেমসের বাছাই খেলতে হবে বাংলাদেশকে

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ১০:৪১ পিএম

এশিয়ান গেমসের বাছাই খেলতে হবে বাংলাদেশকে

ক্রীড়া প্রতিবেদক

এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি এশিয়ান গেমসে খেলার কথা বাংলাদেশ দলের। সে অনুযায়ী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অ্যাক্রিডিটেশন করেছে হকি ফেডারেশন। এখনও নিশ্চিত না জিমিরা। এশিয়ান গেমসের বাছাই খেলতে হবে লাল-সবুজ দলকে।

৬ মে থেকে  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান গেমসের বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশকে। বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ। খানিকটা বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা জানি এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি এশিয়ান গেমসে খেলব। এজন্য অলিম্পিকে অ্যাক্রিডিটেশন করা হয়েছে। এখন এশিয়ান হকি ফেডারেশন বলছে বাছাই খেলতে'

এশিয়ান হকি ফেডারেশনের সিদ্ধান্তে অবাক বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ গোপীনাথান কৃঞ্চমূর্তিও। তিনি বলেন, ‘এএইচএফ কাপ থেকেই এশিয়ান গেমস ও এশিয়া কাপ যোগ্যতা নির্ধারণ হয়৷ আমরা এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হলাম। এখন আবার এশিয়ান গেমসের বাছাই খেলতে হবে।

অবশ্য বাংলাদেশের বাছাই পর্বের খেলার ব্যাখ্যা দিয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের সিইও তৈয়ব ইকরাম। তিনি বলেন, ‘স্বাগতিক চীন ও এশিয়ার পাঁচ শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল সরাসরি এশিয়ান গেমস খেলবে। বাংলাদেশের র‌্যাঙ্কিং এশিয়ায় ৮। তাই বাছাই খেলতে হবে৷ বাছাই থেকে ৬ দল এশিয়ান গেমসে যাবে।

জেডআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ