• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শ্রদ্ধা-ভালোবাসায় স্পিন জাদুকরের চিরবিদায়

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ১২:৩৪ এএম

শ্রদ্ধা-ভালোবাসায় স্পিন জাদুকরের চিরবিদায়

ক্রীড়া ডেস্ক

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনেক রথী-মহারথীর সম্মিলন ঘটেছে। উপলক্ষে স্পিন জাদুকর শেন ওয়ার্নের চিরবিদায়। বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় অস্ট্রেলীয় কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান।

চোখের জলে কিংবদন্তি ওয়ার্নকে বিদায় জানাতে মাঠে উপস্থিত আছেন ৫০ হাজার ভক্ত। তালিকায় আছেন ক্রিকেটার, অভিনেতা, গায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ। মঞ্চে আছেন ওয়ার্নের তিন সন্তানও। গান ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে চলছে বিদায় জানানোর পালা। স্টেডিয়ামের বাইরে তার প্রতিকৃতিতে জমা হচ্ছে ফুলের তোড়া। শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

ওয়ার্নকে নিয়ে এত বড় আয়োজনে শুধু এই জাদুকর ছাড়া আর সবাই আছেন। ব্রায়ান লারা, নাসের হুসেন, অ্যালান বোর্ডার কিংবা শচীন টেন্ডুলকার কে নেই তাতে! সারিবদ্ধভাবে বসেছেন সমর্থক ও ভক্তরা। সবার চোখের কোণেই জল। এত পানি এক করলে হয়তো এক সমুদ্র হয়ে যেত! প্রিয় তারকাকে হারানোর বেদনা কতটা বিরহের যেন টের পাচ্ছেন সবাই। 

স্মৃতিচারণার মঞ্চে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার বলেন, ‘সে সবসময় আউট করার উপায় ‍খুঁজে বেড়াতো। বল অব দ্য সেঞ্চুরিতে বোকা বনে যাওয়া ইয়ান বেলের বিশ্বাস, ‘ওয়ার্নের চেয়ে অসাধারণ ও পাওয়ারফুল উপস্থিতি আর কারো নেই।

প্রিয় সতীর্থ কিংবা এককালের প্রতিপক্ষের খেলোয়াড়দের স্মৃতিচারণার মাঝেই পর্দায় ভেসে উঠে বল অব দ্য সেঞ্চুরি। কিংবা তাকে নিয়ে মজার কোনো স্মৃতির ভিডিও।

আবেগতাড়িত কণ্ঠে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন বললেন, ‘তোমার সঙ্গে মাঠে খেলতে পারাটা ছিল দারুণ সৌভাগ্যের বিষয়। আমার দেখা সেরা বোলার তুমিই ছিলে। দশ বছর ধরে ধারাভাষ্য কক্ষে তোমার সঙ্গে থাকতে পারা এবং বন্ধু হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। ইংল্যান্ডের সবার পক্ষ থেকে বলছি, আমরা তোমাকে ভালোবাসি আর সব সময় তোমাকে মিস করব।’  

৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুইয়ে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। তার বয়স হয়েছিল ৫২ বছর। তাৎক্ষণিক ফক্স স্পোর্টস জানায়, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি। পরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন।

১৫ বছরের ঘটনাবহুল ও বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। এটি এই সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড। পাশাপাশি ১৯৪ ওয়ানডেতে তার শিকার ২৯৩ উইকেট। লেগ স্পিন নামক শিল্পে তিনি যোগ করেছেন আলাদা মাত্রা।

জেডআই//ডা

আর্কাইভ