• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইউক্রেন শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রশংসা কুড়ালেন ফুটবলার

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১১:০০ পিএম

ইউক্রেন শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রশংসা কুড়ালেন ফুটবলার

ক্রীড়া ডেস্ক

রুশ সামরিক আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন। এরই মধ্যে যুদ্ধাক্রান্ত দেশটির একাধিক শহর ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যাও অনেক। জীবন বাঁচাতে দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে লাখ লাখ মানুষ। তাদের মধ্যে কিছু অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা কেইলর নাভাস।

ফ্রান্সের রাজধানী প্যারিসের এক বিলাসবহুল বাড়িতে ৩০ জন ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছেন কোস্টারিকান এ গোলরক্ষক। শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন নাভাস। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, বার্সেলোনার রাশিয়ার জিপসিদের একটি সংগঠন পোল্যান্ডের ক্রাকোতে গিয়ে ইউক্রেনীয় শরণার্থীদের খাবার ও আশ্রয় দেওয়ার পরিকল্পনা করছে। সেটি জানার পর ৩০ জন শরণার্থীকে নিজ বাসায় আশ্রয় দেওয়ার আগ্রহ জানিয়েছেন নাভাস ও তার স্ত্রী আন্দ্রেয়া সালাস। সে জন্য ৩০টি বিছানাও কিনেছেন তিনি। আন্দ্রেয়া সালাস শরণার্থীদের খাবার রান্না করে খাওয়াচ্ছেন ও তাদের পোশাকও কিনে দিয়েছেন।

জেডআই/

আর্কাইভ