• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শাহরুখ ঝড়ে পাহাড় সমান লক্ষ্য টপকে গেল পাঞ্জাব

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৪:৫২ পিএম

শাহরুখ ঝড়ে পাহাড় সমান লক্ষ্য টপকে গেল পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক

দুই দল এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। নতুন মৌসুমে নতুনভাবে নতুন অধিনায়কের হাক ধরে মাঠে নামবে তারা। রবিবার (২৭ মার্চ) রাত ৮টায় ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২০৫ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুরুতে ধুঁকছিলেন ব্যাটে-বলে। সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিলেন ফাফ ডু প্লেসিস। আইপিএলে নেতৃত্বের অভিষেক দুর্দান্ত এক ইনিংসে রাঙালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৮ রানে আউট হন। ৫৭ বলের ইনিংসটি ৭ ছক্কা ও ৩ চারে সাজানো ছিল।
এরপর বিরাট কোহলির ব্যাট থেকে আসে ২ ছক্কা ও এক চারে ২৯ বলে ৪১ রান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে তিনটি করে ছক্কা চারে ১৪ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলেন দিনেশ কার্তিক।
তাদের নৈপুণ্যে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে বেঙ্গালুরু।
পাহাড় সমান লক্ষ্য নিয়ে মাঠে ঠান্ডা মাথায় রানের চাকা সচল রেখে জয় তুলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ময়ঙ্ক ও শিখর ধাওয়ান শুরুতেই গড়েন ৭১ রানের জুটি। ময়ঙ্ক ফেরার পর ভালো খেলছিলেন ধাওয়ান। কিন্তু নতুন দলের হয়ে প্রথম অর্ধশত রান পাওয়ার আগেই ফিরতে হলো তাকে।
এরপরই নামেন ভানুকা। শ্রীলঙ্কার এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএল খেললেন। প্রথম ম্যাচেই চারটি বিশাল ছক্কার সাহায্যে ২২ বলে ৪৩ করলেন। বেশি মেরেছেন দেশীয় বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। কিন্তু জয়ের ভিত তখনই তৈরি হয়ে যায়। মহম্মদ সিরাজের দাপটে খেলা কিছুক্ষণের জন্য ঘুরেছিল আরসিবি-র পক্ষে। তিনি পরপর ভানুকা ও রাজ অঙ্গদ বাওয়াকে তুলে নেন। কিন্তু শেষ দিকে শাহরুখ খান এবং ওডিন স্মিথের দাপটে ম্যাচ জেতে পাঞ্জাব।

আরআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ